সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত অধিনায়ক হিসেবে দু-দু’টি বিশ্বকাপ জিতেছেন তিনি। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তাঁরই নেতৃত্বে। অল্প দিনের জন্য হলেও টেস্টে শীর্ষস্থানও দখল করেছিল ভারত। সেই সময়েও ক্যাপ্টেন ছিলেন তিনি। যাঁর কথা বলা হচ্ছে, তিনি দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সরকারি ভাবে সিএসকে-র নেতৃত্ব ছেড়ে দিলেও মাঠে তাঁর ক্রিকেট মস্তিকের প্রভাব আজও একই রকম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখলেও জং ধরেনি তাঁর মগজাস্ত্রে। চার-চারটি আইপিএল জয়ী অধিনায়কের চালেই উইকেট হারালেন ‘কিং কোহলি’। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আরসিবি বনাম সিএসকে ম্যাচে।
আগে ব্যাট করে চেন্নাই সুপার কিংস (CSK) ২১৬ রান তোলে। বিশাল রান তাড়া করতে নেমে প্রথমেই অধিনায়ক ফ্যাফ দু’ প্লেসিসের উইকেট হারায় আরসিবি। তৃতীয় ওভারে ফ্যাফ প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরে মাঠে নামেন বিরাট কোহলি (Virat Kohli)। একটি ডট বল খেলে ওভারটি শেষ করেন তিনি। চতুর্থ ওভারের পঞ্চম বলে এক রান নেন তিনি। তার পরের ওভারেই মুকেশ চৌধুরীর বলে উইকেট হারান আরসিবির প্রাক্তন অধিনায়ক।
[আরও পড়ুন: ধোনির সামনেই নিখুঁত হেলিকপ্টার শট সিরাজের! জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়]
[আরও পড়ুন: মারিওপোলে আত্মসমর্পণ ১ হাজার ইউক্রেনীয় সেনার! শেষ হাসি কি হাসবে রাশিয়া?]