shono
Advertisement

প্রতারিত ধোনি! নামী সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মাহির

কোন সংস্থার বিরুদ্ধে প্ররতাণার অভিযোগ করলেন ‘ক্যাপ্টেন কুল’? The post প্রতারিত ধোনি! নামী সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মাহির appeared first on Sangbad Pratidin.
Posted: 01:01 PM Apr 28, 2019Updated: 01:07 PM Apr 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণার শিকার ক্রিকেটর মহেন্দ্র সিং ধোনি৷ আম্রপালি গ্রুপ নামের একটি সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রতারণার মামলা দায়ের করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক৷ ধোনির অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর পারিশ্রমিক আটকে রেখেছে সংস্থাটি৷ এবং ওই সংস্থার তৈরি একটি বিলাশবহুল পেন্টহাউজ কিনছিলেন ধোনি৷ সেই সম্পত্তি-ও তাঁকে হস্তান্তর করা হয়নি৷

Advertisement

[ আরও পড়ুন: বিনা অনুমতিতে সভা, গম্ভীরের বিরুদ্ধে মামলা কমিশনের]

শীর্ষ আদালতে ধোনির তরফে দায়ের হওয়া মামলায় স্পষ্ট অভিযোগ করা হয়েছে, সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে তাঁকে নিয়োগ করে আম্প্রপালি গ্রুপ৷ সংস্থার প্রচারের মুখ ছিলেন তিনি৷ এরপর রাঁচিতে ওই সংস্থার তৈরি একটি পেন্টহাউজও বুক করেছিলেন তিনি৷ অনেকদিন আগেই সংস্থার সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যায়৷ কিন্তু সংস্থার কাছে বাকি রয়ে গিয়েছে তাঁর পরিশ্রমিক৷ কিন্তু তাঁর সঙ্গে কোনও যোগাযোগই করছে না সংস্থাটি৷ এমনকী, ধোনির তরফে সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও, কোনও উত্তর দেওয়া হচ্ছে না৷ ফলে এখনও আম্প্রপালি গ্রুপের কাছে আটকে রয়েছে ধোনির মোটা অংকের পারিশ্রমিক৷ এবং এখনও তাঁকে পেন্টহাউজের মালিকানাও হস্তান্তর করেনি সংস্থাটি৷

[ আরও পড়ুন: অস্ত্রোপচারেই ক্যানসার থেকে রেহাই, গোমূত্রের তত্ত্ব উড়িয়ে দাবি সাধ্বীর চিকিৎসকের ]

জানা গিয়েছে, ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে আম্রপালি গ্রুপের প্রচারের মুখ ছিলেন ধোনি৷ সেই সময় সংস্থার একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে৷ কেবল ধোনি’ই নন, তাঁর স্ত্রী সাক্ষী ধোনিও সংস্থার সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের দাবি, আম্রপালি গ্রুপের কাছে এখনও পারিশ্রমিক বাবদ ৪০ কোটি টাকা পাওনা রয়েছে তাঁর৷ ধোনি একাই নন। সূত্রের খবর, এই সংস্থার দ্বারা প্রতারিতদের সংখ্যাটা প্রায় ৪৬ হাজার৷ প্রত্যেকেরই অভিযোগ, বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য ওই সংস্থাকে টাকা দিয়েছিলেন তাঁরা৷ কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রম করে গেলেও সেই সম্পত্তি হাতে পাননি৷

এই বিষয়ে অভিযোগ জানিয়ে আদালতেও যান অনেকে৷ গত ২৫ জানুয়ারি আদালতের তরফে সরকারের অধীনস্থ সংস্থা এনবিসিসিকে নির্দেশ দেওয়া হয়, আম্রপালি গ্রুপের দুটি হাউজিং প্রজেক্টের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার৷ এবং প্রতারণার অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি সংস্থার সিএমডি অনিল শর্মা এবং দু’জন ডিরেক্টর শিব দেওয়ানি ও অজয় কুমারকে পুলিশ হেফাজতে পাঠায় আদালত৷

The post প্রতারিত ধোনি! নামী সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মাহির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement