সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১ ইঞ্চি। এই সামান্য দূরত্ব বিশ্বকাপে ১৩০কোটি ভারতবাসীর স্বপ্ন ভেঙে দিয়েছে। সামান্য একটুর জন্য খেলা হয়নি বিশ্বকাপের ফাইনালে। এই ‘একটুর জন্য’র আক্ষেপটা এখনও হৃদয়ে পুষে রেখেছেন অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক। আর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? যাঁর কাধে সেদিন গোটা দেশের সম্মান রক্ষার দায়িত্ব ছিল। যাঁর শক্ত ব্যাটে ভর করে একপ্রকার অসম্ভব ম্যাচ জেতার স্বপ্ন দেখছিল দেশ, তিনি কী বলছেন? তিনিও কি আমার-আপনার মতো ব্যাথিত সেদিনের রান আউটের জন্য? উত্তর মিলল এতদিন বাদে।
বিশ্বকাপ (2019 World Cup) সেমিফাইনালের শেষ দু’ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩১ রান। ৪৯ তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন ধোনি। দ্বিতীয় বলে কোনও রান পাননি। উলটোদিকে তখন ব্যাট করছেন ভুবনেশ্বর কুমার। গোটা দেশ ধরেই নিয়েছে ধোনি যখন ক্রিজে আছেন, ম্যাচ শেষ করেই ফিরবেন। কিন্তু, তারপরই ঘটল সেই অঘটন। তৃতীয় বল মেরে মাহি ছুটলেন দু’রান নিতে। কিন্তু, ধোনি দ্বিতীয় রানের জন্য ক্রিজে ফেরার আগেই মার্টিন গাপ্তিলের দুর্দান্ত থ্রো তাঁকে আউট করে দেয়। মাত্র ১ ইঞ্চির জন্য রান আউট হয়ে ফিরতে হয় ‘ভারতের শেষ আশা’কে। ধোনি যখন ফিরছিলেন, তখনই তাঁর চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল।
[আরও পড়ুন: বিরল সম্মান, বিরাট-রোহিতকে ছাপিয়ে পলি উমরিগর পুরস্কার পাচ্ছেন বুমরাহ]
বিশ্বকাপের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর থেকেই ক্রিকেটের বাইরে ধোনি। এর মধ্যে তাঁর সেই রান আউট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ক্রিকেট মহলে। সেদিনের যেই রাত কতটা দুর্বিষহ ছিল, সেই অভিজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের অনেক তারকাই। শুধু ধোনি এতদিন নীরব ছিলেন। এবার তিনি মুখ খুললেন বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান আউট হওয়া নিয়ে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বলছেন, “প্রথম ম্যাচে রান আউট হয়েছিলাম। বিশ্বকাপের সেমিফাইনালেও রান আউট হই। মনে মনে এখনও নিজেকে বলি, কেন যে সেদিন ডাইভটা দিলাম না? সেদিন হয়তো আমার ডাইভ দেওয়াটাই ঠিক ছিল।” একথা যখন তিনি বলছেন, তখন তাঁর শরীরী ভাষায় স্পষ্ট, সেদিনের রান আউট এখনও তাঁকে কষ্ট দেয়। আজও ক্ষতবিক্ষত ধোনি। সচরাচর ধোনি রান নেওয়ার সময় ডাইভ দেন না। সচরাচর রান আউটও হন না। রান নেওয়ার ক্ষেত্রে তাঁর নিখুঁত জাজমেন্ট প্রশ্নাতীত। সেদিনই ভুলটা করেছিলেন। হয়তো ভাগ্যদেবতার এটাই ইচ্ছে ছিল।
The post একটুর জন্য… বিশ্বকাপ সেমিফাইনালের সেই রান আউট নিয়ে অবশেষে মুখ খুললেন ধোনি appeared first on Sangbad Pratidin.