সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেখা গিয়েছ তাঁকে। পরপর দুই বলে ছক্কা ও চার হাঁকিয়েছেন। কিন্তু ঘরের মাঠে চেন্নাইয়ের প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয়ে ভুগছেন সিএসকে (Chennai Super Kings) ভক্তরা। গুজরাট ম্যাচের শেষদিকে ফিল্ডিংয়ের সময়ে হাঁটুতে চোট পান ধোনি (MS Dhoni)। তারপরে প্র্যাকটিসেও দেখা যায়নি তাঁকে। ফলে প্রশ্ন উঠছে, সোমবারের ম্যাচে ধোনি কি আদৌ খেলতে পারবেন?
গুজরাট ম্যাচের আগেও দেখা গিয়েছিল ঠিকঠাকভাবে হাঁটতে পারছেন না ধোনি। ইঞ্জেকশন নিয়ে খেলার চেষ্টা করেন তিনি। হাঁটুর চোট নিয়েই টুর্নামেন্টের (IPL 2023) উদ্বোধনী ম্যাচে নামেন ধোনি। ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসের পর সাই সুদর্শনের ক্যাচও ধরেন তিনি। মাঠে ধোনিকে দেখে বোঝারই উপায় ছিল না, ইঞ্জেকশন নিয়ে খেলতে নেমেছেন চেন্নাইয়ের প্রিয় থালা।
[আরও পড়ুন: ‘বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে’, বিধায়ককে হাসপাতালে দেখে বললেন শুভেন্দু]
কিন্তু ম্যাচের শেষদিকে একটি বল ধরতে গিয়ে পড়ে যান ধোনি। হাঁটুতে ফের চোট পান তিনি। মাঠের মধ্যেই ফিজিওকে ডেকে শুশ্রূষা করতে হয়। তবে ম্যাচের শেষ পর্যন্ত খেলেন ধোনি। তারপরে চেন্নাইয়ের প্র্যাকটিসেও ছিলেন না তিনি। সোমবার লখনউয়ের (Lucknow Super Giants) বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাই। সেই ম্যাচের আগের দিনও প্র্যাকটিসে ছিলেন না মাহি।
ফলে চেন্নাই ভক্তদের মনে আশঙ্কা শুরু হয়, তাহলে কি এই ম্যাচে খেলতে পারবেন ধোনি? তবে যাবতীয় সংশয় উড়িয়ে দিয়েছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। তাদের তরফে বলা হয়েছে, “ধোনি একেবারে ফিট রয়েছেন। আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছে ধোনির হাঁটু। চিপকের মাঠে খেলার জন্য ধোনি-সহ গোটা দলই মুখিয়ে রয়েছে।” প্রসঙ্গত, প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে হেরেছে চেন্নাই। লখনউয়ের বিরুদ্ধে সোমবার ঘুরে দাঁড়ানোর লড়াই ইয়েলো আর্মির।