সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতলেই প্লে অফের টিকিট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরসিবি এবং সিএসকে। শনিবার দুই দলের লড়াইয়ে যে জিতবে সেই যাবে নকআউট পর্বে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে আচমকাই আরসিবি ড্রেসিংরুমে হাজির হলেন মহেন্দ্র সিং ধোনি।
প্রায় শেষের পথে পৌঁছে গিয়েছে আইপিএলের (IPL 2024) লিগ পর্যায়ের ম্যাচ। সাপ-লুডোর প্লে অফের অঙ্কে ভুলের জায়গা নেই দলগুলোর কাছে। রাজস্থান রয়্যালসকে হারিয়ে শেষ চারে ওঠার প্রবল দাবিদার সিএসকে (Chennai Super Kings)। অন্যদিকে খাদের কিনারা থেকে ফিরে এসেছে আরসিবি (Royal Challengers Bengaluru)। ১৮ মে মুখোমুখি হবে দুই দল। কিন্তু ম্যাচে নামার আগেই বিপক্ষের সবচেয়ে বড় তারকার দর্শন পেল আরসিবি।
[আরও পড়ুন: খেলা হবে ভারত-পাকিস্তান মেগা ম্যাচ, মাত্র তিন মাসে স্টেডিয়াম বানাল নিউ ইয়র্ক]
বিরাট কোহলিদের ঘরের মাঠেই লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে হবে। তাই আরসিবি ও সিএসকে দুই দলই পৌঁছে গিয়েছে বেঙ্গালুরুতে। অনুশীলনেও নেমে পড়েছেন সকলেই। বৃহস্পতিবার নিজেদের প্র্যাকটিস শেষ হওয়ার পরে আচমকাই বিপক্ষের ড্রেসিংরুমে হাজির হন ধোনি (MS Dhoni)। চোখের সামনে 'থালা'র দর্শন পেয়ে অবাক হয়ে যান বেঙ্গালুরু শিবিরের সকলেই। অতিথিসেবা করতে ধোনির হাতে চায়ের কাপও তুলে দেন তাঁরা। মাহি-সাক্ষাতের ভিডিও নিজেদের সোশাল মিডিয়ায় পোস্ট করে আরসিবি।
উল্লেখ্য, ইতিমধ্যেই আইপিএল প্লে অফে পৌঁছে গিয়েছে তিনটি দল। চার নম্বর হওয়ার লড়াইয়ে রয়েছে চেন্নাই ও বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি। নেট রানরেটও যথেষ্ট ভালো। অন্যদিকে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঋতুরাজের চেন্নাই। প্লে অফে যেতে গেলে চেন্নাইয়ের বিরুদ্ধে জিততেই হবে বিরাটদের। অন্যদিকে, আরসিবির বিরুদ্ধে কম ব্যবধানে হারলেও প্লে অফে উঠে যেতে পারবে চেন্নাই।