সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআই উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করতেই এবারের আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। করোনা আবহেও জমকালো টুর্নামেন্ট দেখার প্রহর গুণতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। প্রায় দেড় বছর পর ফের বাইশ গজে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। আর তাতেই উত্তেজনার পারদ চড়ছে। তারই মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার দিনক্ষণ ঠিক করে ফেলল চেন্নাই সুপার কিংস! ফ্র্যাঞ্চাইজির অন্দরে কান পাতলে অন্তত তেমনটাই শোনা যাচ্ছে।
২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের (IPL) ১৩তম মরশুমের। সেই মতো প্র্যাকটিসও শুরু করে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। চেন্নাইয়ে পৌঁছে সুরেশ রায়নাদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা নেটে ঘাম ঝড়িয়েছিলেন। কিন্তু মধ্য মার্চেই পালটে যায় ছবিটা। দেশজুড়ে জাঁকিয়ে বসে করোনার ভাইরাস (Coronavirus)। এরপরই একের পর এক টুর্নামেন্ট, সিরিজ বাতিল হতে শুরু করে। বাড়ি ফিরে যান ধোনিরাও। তবে করোনাতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে
বাইশ গজ। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বাইশ গজে ইতিমধ্যেই বল গড়িয়েছে। তবে ভারতে কবে খেলা শুরু হবে এখনও জানা নেই। কিন্তু আইপিএল যে হচ্ছে, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই। এ দেশে না হোক আমিরশাহীতে অন্ত কোহলি, রোহিত, ধোনিদের খেলতে তো দেখা যাবে। করোনা আবহে এই বা কম পাওনা কী।
[আরও পড়ুন: অনলাইন ক্লাসের জন্য রোজ পাহাড় চড়তে হয়, ১২ বছরের হরিশকে কুর্নিশ শেহওয়াগের]
১৯ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। তাই অন্তত ৪ সপ্তাহ আগে সেখানে পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরই। তবে শোনা যাচ্ছে, চেন্নাই নাকি আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই চলে যাবে ইউএই (UAE)। অন্যান্য দলের পৌঁছনোর কথা আগামী মাসের তৃতীয় সপ্তাহে। চলের তিন স্তম্ভ ধোনি, হরভজন এবং রায়না ২০১৯ সালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তাই প্রস্তুতির জন্য তাঁদের যাতে বেশি সময় দেওয়া যায়, সেই জন্যই আগেভাগে
যাওয়ার কথা ভাবছে চেন্নাই।
সব ঠিকঠাক থাকলে, আগামী সপ্তাহেই টুর্নামেন্টের সূচি ঘোষিত হবে। অন্যান্য দেশের তারকারাও প্রতিবারের মতো এবারও এই মহাযজ্ঞে শামিল হতে চলেছেন। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সে দেশের ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ছাড়ার বিষয়টি এখনও ভেবে দেখছে।
[আরও পড়ুন: এশিয়ান গেমসে ‘হঠাৎ পাওয়া সোনা’ করোনা যোদ্ধাদের উৎসর্গ করলেন হিমা দাস]
The post ধোনিকে দেখতে আইপিএল নিয়ে উত্তেজনার পারদ চড়ছে, কবে আমিরশাহী যাচ্ছে CSK? appeared first on Sangbad Pratidin.