shono
Advertisement

Breaking News

‘বিজ্ঞান না মেনে অযথা পরিশ্রম হয়েছে’, তামিলনাড়ুর শিশুমৃত্যুতে অভিযোগ এপিজে কালামের পরামর্শদাতার

উদ্ধার কাজে দেরি হওয়ার জন্যই মৃত্যু হয়েছে শিশুটির, দাবি প্রত্যক্ষদর্শীদের। The post ‘বিজ্ঞান না মেনে অযথা পরিশ্রম হয়েছে’, তামিলনাড়ুর শিশুমৃত্যুতে অভিযোগ এপিজে কালামের পরামর্শদাতার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:34 PM Oct 29, 2019Updated: 04:34 PM Oct 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞান না মেনেই অযথা পরিশ্রম করেছে সরকার। তাই দু’বছরের ছোট্ট শিশু সুজিত উইলসনকে বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবারে ভোরে শিশুটির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই এই
অভিযোগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের পরামর্শদাতা পুনরাজ।

Advertisement

[আরও পড়ুন: দেশের পরবর্তী প্রধান বিচারপতি এসএ বোবদে, শপথগ্রহণ ১৮ নভেম্বর]

এবিষয়ে রাজ্য সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন না তুললেও তাদের কর্মপদ্ধতির তুমুল সমালোচনা করেন তিনি। বলেন, ‘বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্য না নিয়েই সরকার এই বিষয়ে অতিরিক্ত পরিশ্রম করেছে। তারা যদি সঠিক
পরিকল্পনার মাধ্যমে বিজ্ঞানকে কাজে লাগাত তা হলে শিশুটি আরও গভীরে চলে যেত না।’ তাঁর মতো একই অভিযোগ করছেন অন্যরাও। তাঁদের অভিযোগ, প্রথম থেকেই ওই শিশুটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন পরীক্ষামূলক
পদক্ষেপ নেওয়া হচ্ছিল। বৈজ্ঞানিক পদ্ধতি মেনে উদ্ধারের বদলে তার হাতে দড়ি বেঁধে কুয়োর ভিতর থেকে বের করার চেষ্টা হয়। এর ফলে আরও বিপত্তি ঘটে। ২৬ ফুট নিচে আটকে থাকার বদলে ৮৮ ফুট গভীরে পৌঁছে
যায়। যার ফলে তাকে উদ্ধারের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ে।

[আরও পড়ুন:ভাইফোঁটায় মহিলাদের জোড়া উপহার কেজরিওয়ালের, বিনামূল্যে বাসের সঙ্গে নিরাপত্তায় মার্শাল]

প্রত্যক্ষদর্শীরা আরও অভিযোগ করছেন, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলছিল দু’বছরের ছোট্ট সুজিত। ৫টা ৪৫ মিনিটে আচমকা ওই কুয়োতে পড়ে যায়। এই খবর শুনে তাকে উদ্ধারের জন্য ছুটে আসে আশপাশের কয়েকটি
স্বেচ্ছাসেবী সংস্থা। এরপর উপরে থেকে দড়ির ফাঁস ছুঁড়ে সুজিতের হাতে তা পরিয়ে দেওয়ার চেষ্টা হয়। নিচে থেকে তাকে উপরে টেনে তুলতেই এই পদ্ধতির সাহায্য নিচ্ছিলেন উদ্ধারকারীরা। কিন্তু, এতে উলটে বিপত্তি হয়। আরও গভীরে নেমে যায় শিশুটি। শনিবার সুড়ঙ্গ খুঁড়ে তাকে উদ্ধার করার সিদ্ধান্ত হয়। কিন্তু, তার কাজ শুরু হয় রবিবার। সুজিতের কুয়োয় পড়ার খবর পেয়েই শুক্রবার রাতে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী-সহ তামিলনাড়ু সরকারের তিন মন্ত্রী। কিন্তু, উদ্ধার কাজের তদারকির বদলে রাজনৈতিক ফায়দা তোলাই তাঁদের আসল উদ্দেশ্য ছিল বলেই দাবি করছে বিরোধীরা।

The post ‘বিজ্ঞান না মেনে অযথা পরিশ্রম হয়েছে’, তামিলনাড়ুর শিশুমৃত্যুতে অভিযোগ এপিজে কালামের পরামর্শদাতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement