সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবিয়ান সফরে একের পর এক স্বপ্নপূরণ হচ্ছে মুকেশ কুমারের (Mukesh Kumar)। টেস্ট, ওয়ানডের পরে এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অভিষেক হল বাংলা দলের পেসারের। ক্যারিবিয়ান সফরে প্রত্যেকটি ম্যাচেই যথেষ্ট ভাল বোলিং করেছেন মুকেশ। দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। বৃহস্পতিবার সংক্ষিপ্ততম ফরম্যাটে তাঁর অভিষেক হল। সেই সঙ্গে টি-টোয়েন্টি অভিষেক হল ব্যাটার তিলক বর্মারও (Tilak Verma)।
ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টের দলে সুযোগ পাননি বাংলা দলের পেসার। দ্বিতীয় টেস্টে শার্দূল ঠাকুরের জায়গায় দলে ঢোকেন মুকেশ। জীবনের প্রথম টেস্টেই তুলে নেন জোড়া উইকেট। তরুণ পেসারের বোলিং দেখে মুগ্ধ হন ক্রিকেট বিশেষজ্ঞরাও। টেস্টে মুকেশের ভাল পারফরম্যান্স দেখে তাঁকে ওয়ানডে দলেও সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট।
[আরও পড়ুন: ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা, বলে শট মেরে টুর্নামেন্টের সূচনা]
জীবনের প্রথম ওয়ানডে খেলতে নেমে একটি উইকেট পেয়েছিলেন মুকেশ। কিন্তু সিরিজের শেষ ম্যাচে মুকেশের দাপটে ধরাশায়ী হয়ে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিংয়ের টপ অর্ডার। দুই ওপেনার-সহ তিন উইকেট তুলে নেন মুকেশ। সাত ওভার বল করে মাত্র তিরিশ রান দিয়ে তিন উইকেট পান বাংলার দলের পেসার। এবার জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছেন মুকেশ।
অন্যদিকে, ২০২৩ সালের আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। প্রায় বিদায় নিতে বসা মুম্বই ইন্ডিয়ান্সকে প্লে অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তরুণ ব্যাটারের। ধারাবাহিকভাবে ভাল খেলে এবার জাতীয় দলের নীল জার্সি গায়ে মাঠে নামবেন তিলক।