shono
Advertisement

উত্তরবঙ্গ উন্নয়নে কত টাকা দেওয়া হয়েছে? উত্তরকন্যা অভিযানে শ্বেতপত্র প্রকাশের দাবি মুকুলের

অভিযানের আগেই পুলিশের বাধার মুখে দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা।
Posted: 01:20 PM Dec 07, 2020Updated: 01:28 PM Dec 07, 2020

শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: নবান্ন অভিযান থেকে শিক্ষা নিয়ে উত্তরকন্যা অভিযানে আরও সুপরিকল্পিত কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP) যুব মোর্চা। সোমবার সকাল থেকেই এই অভিযান ঘিরে চাপা উত্তেজনা শিলিগুড়ি শহরে। দু’প্রান্ত থেকে দুটি পৃথক মিছিল করে উত্তরকন্যা ঘিরে ফেলতে প্রস্তুত বিক্ষোভকারীরা। মিছিলের নেতৃত্বে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের প্রথম সারির প্রায় প্রত্যেক নেতাই রয়েছেন। পালটা সর্বশক্তি দিয়ে অভিযান রুখতে প্রস্তুত পুলিশও। দিনের শুরুতেই তার নিদর্শন পাওয়া গেল। মূল অভিযানের আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সম্পাদক সায়ন্তন বসু পড়লেন পুলিশি বাধার মুখে। যা নিয়ে উত্তেজনা ছড়াল ফুলবাড়ি মোড়ে।

Advertisement

সোমবার বেলা একটু বাড়তেই বিজেপি কর্মী, সমর্থকরা জড়ো হন উত্তরকন্যা অভিযানে (Uttarkanya Abhijaan)অংশ নিতে। শিলিগুড়ির ফুলবাড়ি মোড় থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু। উত্তরকন্যার দিকে মিছিল সামান্য এগোতেই সেখানে পুলিশ তাঁদের বাধা দেয়। বাধার মুখে পড়েন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাও। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। পরে অবশ্য দু’জনকে ছেড়ে দেওয়া হয়। তবে উত্তরকন্যাকে একেবারে চক্রব্যুহে ঘিরে ফেলা হয়েছে। জেলার বাইরে থেকে অতিরিক্ত পুলিশকর্মী আনা হয়েছে বলে খবর। লোহার ব্যারিকেড, গার্ডওয়াল, জলকামান – সব নিয়ে বিজেপি যুব মোর্চার অভিযান রুখতে প্রস্তুত পুলিশ। অন্যদিকে, জলপাইগুড়ি থেকে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে মিছিল এগোতে চাইলেও পুলিশের বাধার মুখে পড়ে। এ নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়।

[আরও পড়ুন: সরডিহা স্টেশনে দাঁড়াল না স্টিল এক্সপ্রেস, প্রতিবাদে রেল অবরোধ নিত্যযাত্রীদের]

মমতা সরকারের আমলে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি, এই অভিযোগে উন্নয়নের দাবি তুলে এদিনের অভিযানে নেমেছে বিজেপি যুব মোর্চা। এই দাবিকে সামনে রেখেই জলপাইগুড়ির মিছিল থেকে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy) বলেন, ”উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে কত টাকা দিয়েছে রাজ্য সরকার? শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি।”

[আরও পড়ুন: পৃথক দপ্তর খোলার পর সামাজিক কাজে ‘দাদার অনুগামী’রা, বর্ধমানে মাস্ক, স্যানিটাইজার বিলি]

সদ্য বিজেপি যোগদানকারী কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীও অভিযোগের সুরে বলেন, ”সরকার বরাবর কলকাতাকেন্দ্রিক উন্নয়নে কাজ করেছে। উত্তরবঙ্গ বঞ্চিতই থেকেছে। কিন্তু এবার আমরা উত্তরবঙ্গের যথাযথ উন্নয়ন চাই। এই দাবি নিয়েই উত্তরকন্যা অভিযান।” পুলিশের বাধা নিয়ে ক্ষুব্ধ মিহির গোস্বামীর অভিযোগ, ”এটা গণতন্ত্রকে বাধা দেওয়া। বিরোধীদের দাবি পর্যন্ত শুনতে চায় না সরকার। তাই এভাবে আটকানো হচ্ছে।” সুতরাং, বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে চাপা উত্তাপের আবহ শিলিগুড়িতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার