shono
Advertisement

জঙ্গিযোগে এটিএসের জালে মধ্যপ্রদেশের ইঞ্জিনিয়ার

আওয়েশের সঙ্গে যোগ রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠ ইসলামিক স্টেটের৷
Posted: 03:31 PM Mar 15, 2017Updated: 10:01 AM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ থাকার সন্দেহে মঙ্গলবার, মধ্যপ্রদেশের থেকে গ্রেপ্তার করা হয় এক তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ারকে৷ পুলিশ সূত্রে খবর, মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা খরগোনে এলাকার তলাই মহল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আওয়েশ শেখ নামের ২৬ বছরের এক যুবককে৷

Advertisement

[মেডিক্যাল থেকে চুরি যাওয়া শিশু কার? উত্তর মিলবে ডিএনএ টেস্ট]

জানা গিয়েছে, এম টেক ডিগ্রিধারী আওয়েশের সঙ্গে যোগ রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের৷ তাকে মুম্বইতে নিয়ে আসা হয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ও ল্যাপটপ৷ পুলিশ জানিয়েছে, ধৃত যুবক ‘সন্দেহজনক লোকজন’দের সঙ্গে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত। গত বছর তার বিরুদ্ধে নাগাপাডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল৷ ওই মামলার তদন্ত করছে এনআইএ৷ এই তদন্তের সূত্রেই আওয়েশকে গ্রেফতার করা হয়েছে বলে খারগোনের পুলিশ সুপার কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন। মধ্যপ্রদেশের শাজাপুরে ট্রেনে বিস্ফোরণের এক সপ্তাহ বাদে ওই গ্রেফতারের ঘটনা ঘটল।

[হামলার আশঙ্কা! মহানগরের সুরক্ষায় আসছে ‘মিসাইল শিল্ড’]

[হামলার আশঙ্কা! মহানগরের সুরক্ষায় আসছে ‘মিসাইল শিল্ড’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement