shono
Advertisement

গাড়ির চাকায় পিষ্ট হয়েও প্রাণে বাঁচল কিশোর, জানেন কীভাবে?

দেখুন সেই ভিডিও৷ The post গাড়ির চাকায় পিষ্ট হয়েও প্রাণে বাঁচল কিশোর, জানেন কীভাবে? appeared first on Sangbad Pratidin.
Posted: 06:04 PM Sep 27, 2018Updated: 06:04 PM Sep 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বোধহয় বলে, রাখে হরি তো মারে কে? শরীরের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ার পরেও দিব্যি বেঁচে গেল এক কিশোর৷ শুধু প্রাণে বাঁচল তাই না, রীতিমতো ফুটবল খেলতেও শুরু করে সে৷ মুম্বইয়ের এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল৷ নজর কেড়েছে সকলের৷ এভাবে বাঁচা সম্ভব, ভিডিও দেখে এই প্রশ্ন করছেন অনেকেই৷

Advertisement

[যমজ সন্তানের জন্ম দিলেন যমজ চিকিৎসক, জানেন কোথায়?]

মুম্বইয়ে বহুতলের নিচে বেশ কয়েকজন কিশোর ফুটবল খেলছিল৷ যেখানে খেলছিল তারা, সেখানে বেশ কয়েকটি গাড়িও রাখা ছিল৷ একটি  গাড়ির সামনে বসেই জুতো ঠিক করছিল এক কিশোর৷ আচমকাই ওই গাড়িতে এসে বসেন শ্রদ্ধা মনোজ চন্দ্রকার নামে এক মহিলা৷ কোনও কিছু না দেখেই গাড়ি চালাতে শুরু করেন তিনি৷ কিশোরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন৷ সকলেই ভেবেছিলেন বোধহয় আর রক্ষা নেই কিশোরের৷ এভাবে প্রাণহানিই কপালে লেখা রয়েছে তার৷ চোখের সামনে বন্ধুর প্রাণহানির কথা ভেবেই শিউড়ে উঠেছিল কিশোররা৷ কিন্তু না, মুহূর্তের মধ্যেই বদলে গেল ছবিটা৷ গাড়ি চলে গেল নিজের গতিতেই৷ কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ির নিচ থেকে দিব্যি উঠে দাঁড়াল ওই কিশোর৷ কোনও চোটই পায়নি কিশোর৷ গায়ের ধূলো ঝেড়ে আবারও বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা শুরু করে সে৷

[স্বামী কুৎসিত, চুম্বনের সময় কামড়ে জিভ ছিঁড়ল অন্তঃসত্ত্বা স্ত্রী!]

২৪ সেপ্টেম্বরের এই ঘটনার সিসিটিভি ফুটেজ নেটদুনিয়ায় ভাইরাল৷ বেঙ্গালুরু থানার পুলিশ এই ভিডিওটি টুইট করে৷ এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বলেই উল্লেখ করা হয় ওই টুইটে৷

টাইমলাইনে টাইমলাইনে ঘুরছে কিশোরের পুনর্জন্মের ভিডিও৷ এভাবে বেঁচে ফেরাও যে সম্ভব তা বিশ্বাস করতে পারছেন না কেউই৷ নেটিজেনদের একাংশ গাড়িচালক ওই মহিলার গ্রেপ্তারির দাবি তোলেন৷ আবার কেউ কেউ বহুতলের নিচে গাড়ি পার্কিং করা উচিত নয় বলেও সরব হন৷

[মহিলা সহকর্মীর সঙ্গে প্রাতঃরাশ, গ্রেপ্তার যুবক]

শ্রদ্ধা মনোজ চন্দ্রকার নামে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বেপরোয়াভাবে গাড়ি চালানোর ধারায় মামলা রুজু হয়৷ যদিও গ্রেপ্তারির কয়েকঘণ্টার মধ্যেই জামিনে মুক্তিও পেয়ে যান তিনি৷

The post গাড়ির চাকায় পিষ্ট হয়েও প্রাণে বাঁচল কিশোর, জানেন কীভাবে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার