সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরবে ২০০৬ সালের ধারাবাহিক বিস্ফোরণের (Serial Blast) স্মৃতি! মুম্বইয়ের ‘লাইফ লাইন’ লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি। রবিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে ‘টিনসেল টাউনে’ লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়েছে। তবে কে ফোন করেছিল, তা এখনও জানা যায়নি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এক ব্যক্তি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে। মুম্বইয়ের লোকাল ট্রেনে (Mumbai Local Train) ধারাবাহিক বিস্ফোরণ ঘটতে পারে। জানা গিয়েছে, ভিলে পারলে এলাকা থেকে ফোন করেছিল ব্যক্তি। তবে ফোনের পরই মোবাইলটি সুইচ অফ করে দেন। ফোন পাওয়ার পরই তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।
[আরও পড়ুন: দালাল-চিটিংবাজ ঢুকে পড়ছে, দলটাকে বাঁচান! ফেসবুকে লাইভে আরজি মদন মিত্রের]
উল্লেখ্য, একাধিকবার বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে বাণিজ্য নগরী মুম্বই। ২০০৬ সালের ১১ জুলাই ফের একবার ফিরেছিল সেই স্মৃতি। পরপর ৭টি ট্রেনে বিস্ফোরণ ঘটেছিল। যেখানে প্রাণ গিয়েছিল ২০৯ জনের। জখম হয়েছিলেন ৭০৯ জন। এবার সেই স্মৃতি ফিরতে পারে বলে হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
[আরও পড়ুন: উত্তরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও সপ্তাহজুড়ে চলবে প্রবল বর্ষণ]