shono
Advertisement

জলে ভেসে যাওয়া চারপেয়ে বন্ধুর প্রাণরক্ষা, বানভাসি মু্ম্বইয়ে মানবিক পুলিশ

পুলিশ অফিসার পিসি প্রকাশের এই কাজের ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল৷ The post জলে ভেসে যাওয়া চারপেয়ে বন্ধুর প্রাণরক্ষা, বানভাসি মু্ম্বইয়ে মানবিক পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:02 PM Jul 04, 2019Updated: 08:02 PM Jul 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবে প্রেমই যে ঈশ্বরের সেবা, এই মন্ত্রে এখনও আস্থা রাখেন অনেকে৷ বন্যা বিপর্যস্ত মুম্বইয়ের একটি
ঘটনাই তার প্রমাণ৷ কার্যত নদীতে পরিণত হওয়া রাস্তা দিয়ে জলের তোড়ে ভেসে যাওয়া একটি কুকুরকে পরম আদরে জল থেকে তুলে বাঁচিয়ে নিজেদের মানবিক মুখ তুলে ধরলেন মুম্বই পুলিশের আধিকারিক৷

Advertisement

[আরও পড়ুন: সংসদে মহুয়ার বক্তব্যের অপব্যখ্যা, সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস খারিজ]

ভরাবর্ষায় প্রতি বছরের মতো এবছরও বেহাল দশা বাণিজ্যনগরীর৷ শুধু মুম্বই নয়, গোটা মহারাষ্ট্রেরই বহু এলাকা জলের নিচে৷ দেওয়াল, বাড়ি ধসে মৃত্যুর ঘটনা প্রায় নিত্যদিনের৷ জনজীবন বিপর্যস্ত৷ বিপদের মুখে মানবেতর প্রাণীও৷ সেভাবেই মুম্বইয়ের জলে ডোবা রাস্তা দিয়ে ভেসে চলেছিল এক কুকুর৷ যতদূর চোখ যায়, ডাঙার দেখা নেই৷ তাই জল থেকে উঠে নিরাপদ আশ্রয় পাওয়ার জো নেই৷ ভেসেই যেত হতভাগ্য চারপেয়েটি৷ কিন্তু হঠাৎই ছবি বদল৷
রাস্তার পাশে দাঁড়িয়ে জল থেকে বিপন্ন মানুষজনকে উদ্ধারের কাজ করছিলেন মুম্বই পুলিশের আধিকারিক পিসি প্রকাশ পওয়ার৷ আচমকাই তাঁর নজরে পড়ে ভেসে যাওয়া কুকুরটির দিকে৷ এক সহকর্মীর সাহায্যে সঙ্গে সঙ্গে লাফিয়ে তিনি হাত বাড়িয়ে জল থেকে টেনে তোলেন সারমেয়কে৷ কালো কুকুরের চোখ তখন কৃতজ্ঞতায় ছলছল৷ সামনে থাকা মানুষটিকে প্রভু নয়, বন্ধু মনে হচ্ছে তার৷
এদিকে, বিপদ থেকে অবলা প্রাণীকে এভাবে রক্ষা করে তো পিসি প্রকাশ রীতিমতো নায়ক বনে গিয়েছেন৷ মু্ম্বই পুলিশের তরফে এই ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে৷ এবং অত্যন্ত সুন্দর একটি বার্তা দেওয়া হয়েছে, যাতে লেখা – ‘মানুষের প্রিয় বন্ধু, আজ তার নিজের বন্ধুকে খুঁজে পেল পিসি প্রকাশের মধ্যে দিয়ে৷’

[আরও পড়ুন:সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ব্রাত্য ‘বাংলা’, প্রতিবাদে সরব বাম-কংগ্রেস-তৃণমূল]

টুইট করা ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ অভিনেতা রীতেশ দেশমুখ থেকে পশুপ্রেমী সংগঠনগুলি, পুলিশ অফিসারের ভূমিকায় মুগ্ধ৷ কেউ কেউ বলছেন, মানুষ-কুকুরের বন্ধন যে কত আবেগময়, তা আরও একবার বোঝা গেল এই ভিডিও দেখে৷এভাবেই বিপদে একে অন্যের পাশে থাকুক পৃথিবীর সমস্ত প্রাণীকুল, মানুষ হিসেবে এই প্রার্থনা সকলের৷

The post জলে ভেসে যাওয়া চারপেয়ে বন্ধুর প্রাণরক্ষা, বানভাসি মু্ম্বইয়ে মানবিক পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement