shono
Advertisement

গুজরাটে খুন থেকে মাদক পাচার! ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে ৩৩ বছরের জেল ব্রিটেনে

অস্ট্রেলিয়ায় কোটি কোটি টাকার মাদক পাচার করেছিল তারা।
Posted: 04:55 PM Jan 31, 2024Updated: 04:55 PM Jan 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তির পাহাড়! টাকার লোভে গুজরাটে নিজেদের দত্তক সন্তানকে খুন! গত কয়েক বছরে বিদেশে কোটি কোটি টাকার মাদক পাচার! এইরকম একাধিক অভিযোগ ছিল ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি বিরুদ্ধে। এবার লন্ডন নিবাসী ওই দম্পতিকে ৩৩ বছরের জেলের সাজা দিল ব্রিটেন। 

Advertisement

জানা গিয়েছে, বছর ৫৯-এর আরতি ধীর ও তার স্বামী কাবলজিৎ সিং রায়জাদা (৩৫) লন্ডনের বাসিন্দা। দুজনেই বিমান সংস্থায় চাকরি করত। বিমানবন্দর বা বিমানে বিভিন্ন জিনিসপত্র পরিবহণের পদ্ধতি সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান ছিল। যা কাজে লাগিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রায় ৭০ কোটি ডলারের মাদক পাচার করেছিল তারা। এইভাবেই সম্পত্তির পাহাড় তৈরি করেছিল দুজনে।

[আরও পড়ুন: মোদি বিরোধী কৃষক বিক্ষোভে তেতে উঠেছিল দিল্লি, একই ছবি প্যারিসেও, অস্বস্তিতে ম্যাক্রোঁ]

২০২১ সালে সিডনিতে এই দম্পতির থেকে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স প্রায় ৬০০ কোটি মূল্যের কোকেন বাজেয়াপ্ত করে। তার পরই অস্ট্রেলিয়ার তরফে ব্রিটেনের অপরাধ দমন সংস্থা এনসিএকে সতর্ক করা হয়। তদন্ত শুরু করার পর ওই বছরেই আরতি ও কাবলজিৎকে গ্রেপ্তার করে ব্রিটেনের পুলিশ। হদিশ মেলে তাদের কোটি কোটি টাকার সম্পত্তির। এনসিএর অনুমান ছিল নিজেদের সম্পত্তি কাজে লাগিয়ে কোকেনের ব্যবসা করত দুজনে।

কিন্তু এখানেই শেষ নয়। অভিযুক্ত দম্পতির অপরাধের শিখর ছড়িয়ে রয়েছে ভারতেও। গোপাল সেজনি নামে এক দত্তক সন্তান ছিল তাদের। ভারতে সে তার দিদি ও জামাইবাবু হরসুখের সঙ্গে থাকত। বিমার টাকা হাতানোর জন্য দত্তক ছেলেকে খুন করার অভিযোগ উঠেছিল এই দম্পতির বিরুদ্ধে। ২০১৭ সালে গুজরাটে দুই ব্যাক্তি গোপালকে অপহরণের চেষ্টা করেছিল। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন হরসুখ। দুজনকেই রাস্তায় ছুরির কোপ মেরে পালায় অপহরণকারীরা। পরে মৃত্যু হয় তাদের। গোপালের নামে থাকা টাকার লোভেই তাকে দত্তক নিয়েছিল দুজন। পরে অপহরণের ছক করে খুন করা হয় গোপালকে। তার পর থেকেই অভিযুক্তদের ধরতে তৎপর ছিল গুজরাট পুলিশ। ২০১৯ সালে ভারতের তরফে অভিযুক্ত দম্পতির প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল। কিন্তু ২০২০ সালে তা লন্ডনের হাই কোর্টে খারিজ হয়ে যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement