shono
Advertisement

উচ্চমাধ্যমিক পাশেই রয়েছে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না। The post উচ্চমাধ্যমিক পাশেই রয়েছে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:56 PM Feb 02, 2020Updated: 05:01 PM Feb 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? শিক্ষাগত যোগ্যতার কথা মনে পড়লেই চাকরি খুঁজতে ভয় লাগছে তাই তো? উত্তর ‘হ্যাঁ’ হলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যেতে পারে। মূলত মুর্শিদাবাদে এই পদে কর্মী নিয়োগ করা হবে। মুর্শিদাবাদের বাহাদুরপুর, ডাহাপাড়া, কাপাসডাঙা, মুকুন্দবাগ, নূতনগ্রাম, প্রসাদপুরে ১ জন করে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. ৫৫ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. ৬ মাসের কম্পিউটার কোর্সের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
৩. আবেদনকারীকে অবশ্যই মুর্শিদাবাদের জিয়াগঞ্জ অথবা লালবাগের বাসিন্দা হতে হবে।

[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে পূর্ব রেলে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি(SC), তফসিলি উপজাতির(ST) প্রার্থীরা বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন।

বেতন:
আগ্রহী প্রার্থী প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
www.murshidabad.gov এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারেন। ওই আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রোগ্র্যাম অফিসার অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক, পোস্ট অফিস: মুর্শিদাবাদ, জেলা: মুর্শিদাবাদ, পিন কোড: ৭৪২১৪৯।

[আরও পড়ুন: মোটা বেতনে ব্যাংকের চাকরি করতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের শেষ দিন:
আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছনো আবেদনপত্রই শুধুমাত্র গ্রাহ্য করা হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এক বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য www.murshidabad.gov এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

The post উচ্চমাধ্যমিক পাশেই রয়েছে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement