shono
Advertisement

পুরনো অশান্তির বদলা! বাড়িতে ঢুকে ঘুমন্ত তৃণমূল কর্মীকে গুলি রানিনগরে

অভিযোগের তিন বিজেপির দিকে।
Posted: 12:13 PM Jan 18, 2024Updated: 04:31 PM Jan 18, 2024

অতুলচন্দ্র নাগ, ডোমকল: বাড়িতে ঢুকে ঘুমন্ত তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদেরর বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের চর ৫১ গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম ওই যুবকের নাম মনোজ মণ্ডল (২৭)। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে।

Advertisement

জখম তৃণমূল কর্মীর নাম মনোজ মণ্ডল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় মণ্ডল (২৯)। ওই এলাকাতেই বাড়ি। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরনো গণ্ডগোলের জেরেই ওই ঘটনা ঘটে। আর এই ঘটনায় যাঁদের নাম জড়িয়েছে তাঁরাও কয়েকমাস আগে মার খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

[আরও পড়ুন: যারা চাকরি না পেয়ে আন্দোলন করছেন তাঁদের অবস্থা বেশি করুণ! পর্যবেক্ষণ হাই কোর্টের]

গত বছর ২৬ জুলাই রাতে মহিলাঘটিত কারণে বাপি মণ্ডলদের সঙ্গে ঝামেলা হয়েছিল রাজবীর মণ্ডলদের। অভিযোগ, সেইদিন বাপি ও তাঁর শাগরেদরা মিলে রাজবীর-সহ ৫ জনকে কুপিয়ে জখম করেছিল। সেদিন বাপির সঙ্গী ছিলেন এদিনের জখম যুবক মনোজ মণ্ডল। আর তারই বদলা নিতে রাজবীররা কয়েজন মিলে বুধবার রাতে মনোজের বাড়িতে ঢুকে হয়ে এলোপাথাড়ি গুলি চালায়। যার একটি গুলি তাঁর পেটে লেগেছে। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রানিনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনায় রানিনগর ২ ব্লকের নব নির্বাচিত সভাপতি মাহাবুব মুর্শিদ জানান, “পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি করে রেখেছে বিজেপি। এই ঘটনা তারই জের। পুলিশ প্রকৃত দোষীদের ধরে শাস্তির ব্যবস্থা করবে।” যদিও বিজেপির রানিনগর মণ্ডল সভাপতি আশিক ইকবাল জানান, “ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ওটা ওদের মধ্যেকার পুরাতন ঘটনার জেরে ঘটেছে।” রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত সঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ধৃত মদ্যপ ছিল। কয়েকজন আকণ্ঠ মদ্যপান করার পরেই পুরনো ঘটনার বদলা নিতে মনোজকে গুলি করেছে বলে জানিয়েছে।

[আরও পড়ুন: রামমন্দিরের গৃর্ভগৃহে রামলালা! ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত অযোধ্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার