সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসে প্রধানমন্ত্রী মোদির (PM Modi) মার্কিন সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল টেসলা ও স্পেস এক্সের কর্ণধার এলন মাস্কের (Elon Musk)। সেই বৈঠকের পরই মাস্ক জানিয়ে দেন, তাঁর সংস্থা টেসলা শিগগিরি ভারতে বিনিয়োগ করতে চলেছে। সেই কথা সত্যি করে এবার এদেশে কারখানা স্থাপনের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে মাস্কের সংস্থা। জানা যাচ্ছে, কারখানা চালু হলেই এখানে বছরে ৫ লক্ষ গাড়ি তৈরি হবে। গাড়ির দাম থাকবে ২০ লক্ষের মধ্যে।
এলন মাস্কের টেসলা এদেশে কারখানা তৈরি করবে, এই গুঞ্জন দীর্ঘদিনের। গত বছর মাস্ককে এদেশে টেসলা আনার বিষয়ে এক নেটিজেনের প্রশ্নের জবাবে টুইট করতে দেখা গিয়েছিল, ‘এখনও অসংখ্য চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়ে যাচ্ছি সরকারের সঙ্গে।’ এভাবেই মাস্ক কার্যত দায় চাপিয়েছিলেন মোদি সরকারের উপরেই। তবে এবার বিষয়টি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে বলে জানা যাচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সঙ্গে টেসলা কর্তাদের নিয়মিত আলোচনা হচ্ছে। শিগগিরি এই বিষয়ে পাকাপাকি সিলমোহর মিলতে পারে বলে দাবি।
[আরও পড়ুন: পঞ্চায়েতে ৫১ শতাংশের মানুষের সমর্থন তৃণমূলে, দ্বিতীয় স্থানে বিজেপিকে টক্কর বাম-কংগ্রেস জোটের]
উল্লেখ্য, ২০১৯ সালেই প্রথম ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা। সেই থেকে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। কিন্তু কোনও কিছুই ফলপ্রসূ হয়নি গত প্রায় তিন বছরেও। আসলে কেন্দ্র চায় টেসলা এদেশের কোনও স্থানীয় কারখানায় উৎপাদিত হোক। সেই হিসেবে বিস্তারিত প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন সংস্থাকে। এই বিষয়টি নিয়েই মতানৈক্য।