shono
Advertisement

হুবহু এক! মুসলিম শিল্পী গড়ছেন দক্ষিণ কলকাতার ‘দক্ষিণেশ্বর মন্দির’

পাটুলি লেকের ধারে নয়া মন্দিরের উচ্চতা ৩৫ ফুট।
Posted: 12:35 PM Apr 05, 2023Updated: 12:35 PM Apr 05, 2023

অভিরূপ দাস: হুবহু এক। আতশ কাচে দেখলেও ফারাক করা মুশকিল। সেই নবরত্ন ধাঁচ। সেই রাধাকান্ত মন্দিরের আদলে গড়ন। তফাত একটাই, ১৮৫৫ সালে তৈরি দক্ষিণেশ্বর মন্দিরের (Dakshineswar Kali Temple) উচ্চতা ১০০ ফুট। দক্ষিণ কলকাতার পাটুলি লেকের ধারের নতুন দক্ষিণেশ্বর মন্দির ৩৫ ফুটের। ১৬৭ বছর আগে মন্দির তৈরি করেছিল টালিগঞ্জের রামনাথ মণ্ডল। নতুন দক্ষিণেশ্বর তৈরি করছেন একজন সংখ‌্যালঘু।

Advertisement

জাতে মুসলমান সে শিল্পী মহম্মদ আজাহারউদ্দিনের বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। নতুন এই দক্ষিণেশ্বর মন্দিরের উদ্বোধন হবে পয়লা বৈশাখ। কাজ চলছে জোরকদমে। শেষ মুহূর্তের ‘টাচ’ দেওয়া চলছে। আজাহারউদ্দিনের চিন্তাকে বাস্তবে রূপ দিতে দিনরাত এক করেছেন অসংখ‌্য শিল্পী।

হিন্দুদের অন‌্যতম দর্শনীয় স্থান দক্ষিণেশ্বর। ফি বছর লক্ষ‌াধিক মানুষ ভিড় জমান এখানে। দক্ষিণ শহরতলির বাসিন্দাদের জন‌্য এবার নিজের ওয়ার্ডে সে মন্দির তৈরি করছেন কাউন্সিলর বাপ্পাদিত‌্য দাশগুপ্ত।

[আরও পড়ুন: সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের পাওনার দাবিতে দিল্লিতে ধরনায় অভিষেক-সহ TMC সাংসদরা]

দক্ষিণ কলকাতার ১০১ নম্বর ওয়ার্ড এই মুহূর্তে সপ্তাহান্তের অন‌্যতম আকর্ষণ। পাটুলি ঝিলে ভেনিসের মতো ভাসমান বাজার। খোদ মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় উদ্বোধন করেছেন যে ফ্লোটিং মার্কেটের। বসেছে দশভুজা মূর্তি। ইস্টবেঙ্গল-মোহনবাগানের দ্বৈরথের রেপ্লিকা। দ্বিতীয় হুগলি সেতুর খুদে সংস্করণ। ভিড়ের নিরিখে সাঁঝবেলার পাটুলি চত্বর টেক্কা দেয় নন্দন, রবীন্দ্রসদন চত্বরকেও। সেখানেই এবার নতুন আকর্ষণ দক্ষিণেশ্বর মন্দির। যেখানে থাকবে কালীমূর্তিও।

হাতের কাজ দেখেই কাউন্সিলর নিজে পছন্দ করেছেন সংখ‌্যালঘু শিল্পীকে। তাঁর বক্তব‌্য, শিল্পীর কোনও ধর্ম হয় না। হিন্দু-মুসলমান সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি একজন ভাস্কর। মহম্মদ আজাহারউদ্দিনকে দিয়ে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করাতে তাই দ্বিতীয়বার ভাবেননি কলকাতা পুরসভার চিফ হুইপ। দাবি ছিল একটাই, দেখতে যেন হুবহু হয়। এ মন্দির ঘিরে এলাকার বাসিন্দা তো বটেই, দক্ষিণ কলকাতার বাসিন্দাদের উৎসাহ তুঙ্গে।

সেলিমপুরের বাসিন্দা চান্দ্রেয়ী ভট্টাচার্য‌ জানিয়েছেন, আসল দক্ষিণেশ্বর বাড়ি থেকে অনেক দূরে। সেখানে পৌঁছনো সবসময় সম্ভব হয় না। এবার বাড়ির কাছে ‘মিনি দক্ষিণেশ্বর’। মায়ের দর্শন পাওয়া যাবে সহজেই। সংখ‌্যালঘু শিল্পী দক্ষিণেশ্বর মন্দির তৈরি করছেন। এমন কথা শুনে সমাজের একাংশ রে রে করে উঠতে পারে। সমাজবিদ মিরাতুন নাহার জানিয়েছেন, যাঁরা এমনটা করবেন তাঁরা প্রকৃত ধার্মিক নন। সমাজবিদ মিরাতুন নাহারের কথায়, ‘‘প্রকৃত যিনি ধার্মিক তাঁর কাছে অন‌্য ধর্ম ঘৃণ‌্য নয়। ওই শিল্পীকে আমার কুর্নিশ। মানুষ হিসাবে তিনি বিজয়ী।’’ শুধু দক্ষিণেশ্বর মন্দির নয়। পয়লা বৈশাখ উদ্বোধন হবে পাটুলির নতুন সংহতি রথেরও। দর্শনীয় সে রথ তৈরি করেছেন শিল্পী মিন্টু পাল।

[আরও পড়ুন: প্রেমিকার রিলস তৈরিতে নারাজ প্রেমিক কাড়লেন মোবাইল, অভিমানে আত্মঘাতী তরুণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement