shono
Advertisement

শরিয়ত নিয়ে সংশয় কাটাতে মুসলিম বোর্ডের জোর সোশ্যাল মিডিয়ায়

ভাবনা আছে টিভি চ্যানেল ও সংবাদপত্র আনারও৷ The post শরিয়ত নিয়ে সংশয় কাটাতে মুসলিম বোর্ডের জোর সোশ্যাল মিডিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 PM Apr 23, 2017Updated: 05:25 PM Oct 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরিয়ত আইন নিয়ে ধন্দ কাটাতে এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে জোর দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড৷ ভারচুয়াল মিডিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই এ নিয়ে যাবতীয় সংশয় কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ পাশাপাশি টিভি চ্যানেল ও সংবাদপত্র আনারও ভাবনা আছে বোর্ডের৷

Advertisement

“আইন করলেও মুসলিমরা শুধু শরিয়তই মানবে” ]

তিন তালাক ইস্যুকে কেন্দ্র করেই এই ধন্দ জোরদার হয়েছে৷ প্রশ্ন উঠেছে শরিয়তি আইন কী করে সংবিধানের উপরে থাকতে পারে? অন্যদিকে এই শরিয়ত বিধিকে সম্বল করেই তিন তালাককে সমর্থন জানিয়েছে বোর্ড৷ তবু মুসলিম মহিলাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ যাতে না হয়, সে কারণে তিন তালাক রদের আবেদন যেমন উঠেছে, তেমনই অভিন্ন দেওয়ানি বিধি চালুরও দাবি হয়েছে৷ তিন তালাক সংক্রান্ত মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন৷ কিন্তু কেন শরিয়তি আইন সামনে রেখে তিন তালাককে সমর্থন জানাচ্ছে বোর্ড সে প্রশ্ন অনেক মুসলিমেরও৷ বিশেষত মুসলিম প্রধান দেশেও যখন এ প্রথা বন্ধ হয়েছে তখন ভারতেই বা হবে না কেন, এ প্রশ্নই ঘোরাঘুরি করছে বিভিন্ন শিবিরে৷ এই প্রেক্ষিতেই সংশয় কাটাতে উদ্যোগী হল বোর্ড৷ সোশ্যাল মিডিয়া মারফত নানা কথা সাধারণ মানুষ তুলে ধরেন৷ এক নিমেষে বহু মানুষের কাছে পৌঁছানোও যায়৷ তাই ভারচুয়াল মিডিয়াকে কাজে লাগিয়েই এ নিয়ে যাবতীয় ধন্দের অবসান ঘটাতে চাইছে বোর্ড৷

এ ব্যাপারে একটি কমিটি গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তিন তালাক থেকে নিকাহ হালালা-বিভিন্ন বিষয়ে বোর্ডের অবস্থান ও তার যৌক্তিকতা ব্যাখ্যা করবে এই কমিটি৷ বস্তুত সোশ্যাল মিডিয়াতেই সমালোচনার কাঠগড়ায় উঠেছে শরিয়তি আইন৷ তাই এর মাধ্যমেই সংশয়ের মেঘ কাটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে শরিয়ত আইন সম্পর্কে আরও সচেতনতা ছড়াতে সংবাদপত্র ও টিভি চ্যানেল আনার কথাও আলোচিত হয়েছে বোর্ডের সাম্প্রতিক বৈঠকে৷

The post শরিয়ত নিয়ে সংশয় কাটাতে মুসলিম বোর্ডের জোর সোশ্যাল মিডিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার