সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে সাত বলে সাত রান করেন মহম্মদ সিরাজ। ওই সাত রান যে কতটা জরুরি ছিল তা বোঝা গেল ভারত ৬ রানে ম্যাচ জেতার পরে। সিরাজ নিজেও তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। এগারো নম্বরে ব্যাট করতে নেমে সিরাজ পাকিস্তানি পেসারদের ইয়র্কার সামলে সাত রান করেন।
সিরাজ নিজের ব্যাটিং প্রসঙ্গে বলেছেন, ''নেটে আমি প্রচুর অনুশীলন করেছি। আইপিএলেও করেছি প্র্যাকটিস। টেলএন্ডাররা যত বেশি রান করতে পারবে, দিনের শেষে সেই রানটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে।''
[আরও পড়ুন: ইস্টবেঙ্গলেই থাকছেন সল ক্রেসপো, লাল-হলুদের সঙ্গে দুবছরের চুক্তিবৃদ্ধি স্প্যানিশ মিডফিল্ডারের]
বিসিসিআই-এর পোস্ট করা ভিডিওয় ভারতের তারকা পেসার বলেছেন, ''দিনের শেষে প্রমাণিত হল ওই সাতটা রান দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল।''
মহম্মদ সিরাজ অবশ্য বল হাতে একটি উইকেটও নেননি। চার ওভার হাত ঘুরিয়ে ১৯ রান খরচ করেন তিনি। কিন্তু একটি উইকেটও নিতে পারেননি সিরাজ। তাঁর বোলিং সম্পর্কে ভারতের তারকা পেসার বলছেন, ''ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিরাট মঞ্চ একটা। রান যেহেতু কম, তাই আমার পরিকল্পনাই ছিল বিশেষ কিছু করার দরকার নেই। আমি নির্দিষ্ট জায়গায় বলটা ফেলতে চেয়েছিলাম।''
সিরাজ উইকেট না নিলেও রান দেননি। পাক ব্যাটারদের থামিয়ে রাখার চেষ্টা করেন হায়দরাবাদি পেসার।
টি-টোয়েন্টি ফরম্যাটে ১১৯ কোনও রানই নয়। ভারত প্রথমে ব্যাট করে এই রান তোলে। পাকিস্তান যখন রান তাড়া করতে নামে, তখন ভারতীয় বোলাররা নিজেদের সেরাটা তুলে ধরেন। পাকিস্তান হার মানে ৬ রানে।