shono
Advertisement

রোহিত-বিরাটদের তিনগুণ চাপ নিতে হয়! এশিয়া কাপের মধ্যেই বিস্ফোরক হার্দিক

রোহিতদের কি খোঁচা দিলেন হার্দিক?
Posted: 01:23 PM Sep 10, 2023Updated: 01:23 PM Sep 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বরাবরই স্পষ্টবাদী। সোজা কথা খোলাখুলি বলে ফেলার জন্য অতীতে বিতর্কেও জড়িয়েছেন। ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ফের কি বিতর্কিত মন্তব্য করলেন?

Advertisement

এশিয়া কাপে ভারত-পাক মহারণের আগে দলে চাপ নেওয়া নিয়ে বিস্ফোরক কথা বলে দিলেন হার্দিক (Hardik Pandya)। তাঁর দাবি, বিরাট-রোহিতদের মধ্যে আর পাঁচজন ক্রিকেটারকে যা চাপ নিতে হয়, তার দু’গুণ বা তিনগুণ চাপ নিতে হয় তাঁকে একা। তাঁর দাবি, ভারতীয় দলে তাঁকেই সব থেকে বেশি চাপ নিতে হয়। ভারত-পাক মহাম্যাচের আগে হার্দিকের এই মন্তব্যে বিতর্ক হতে পারে।

[আরও পড়ুন: ‘বোমা মেরে মানচিত্র বদলে দেব’, G-20 বৈঠকের মধ্যেই হুমকি ফোন, হুলস্থুল বারাণসী বিমানবন্দরে]

যদিও ভারতীয় দলের (Indian Cricket Team) সহ-অধিনায়ক কোনওরকম বিতর্কে জড়াতে চাননি। তাঁর বক্তব্যের নেপথ্যে যুক্তিও রয়েছে। ভারতীয় দলের সহ-অধিনায়ক বলছেন, অলরাউন্ডার হিসাবে আমার উপর যে চাপ থাকে, সেটা সব সময় বাকিদের থেকে দুই বা তিন গুণ বেশি। এক জন ব্যাটারের ব্যাট করার পর কাজ শেষ হয়ে যায়। কিন্তু আমাকে আবার তার পর বলও করতে হয়। তাই অনেক বেশি চাপ নিতে হয়।” হার্দিক বলছেন, ব্যাট ও বল একসঙ্গে করার জন্য বাড়তি চাপ নিতে হয় তাঁকে। আর সেটার জন্য বিশেষ প্রস্তুতিরও প্রয়োজন হয়।

[আরও পড়ুন: G-20: প্রাচীন ভারতের সুরলহরীতে অতিথি আপ্যায়ন, রাষ্ট্রপতির নৈশভোজে বিশেষ আয়োজন]

যদিও ভারতীয় দলের সহ-অধিনায়ক বলছেন, দলের স্বার্থে তিনি সবরকম চাপ নিতে প্রস্তুত। তিনি বলেছেন, “দলের প্রয়োজনটাই আসল। অনেক সময় একটু বেশি চাপ নিতে হয়। তবে বিশ্বাস করি সফল হতে চাইলে সব সময় সুযোগ নেওয়া উচিত। খেলার গতিপ্রকৃতি বোঝা দরকার। এগুলো আমাকে সাহায্য করে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement