সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ানমারে রোহিঙ্গা মুসলিম নিধন চলছে৷ এমনই দাবি করছেন রাষ্ট্রসংঘের এক কর্মী৷ একটি সমীক্ষা থেকে এমনই তথ্য সামনে এসেছে বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘের এক প্রতিনিধি৷ প্রাণের ভয়ে দেশ ছাড়তে চাইলেই গুলি করে মেরে ফেলছে জুন্টা সরকারের সেনা৷ রাষ্ট্রসংঘের ওই প্রতিনিধির দেওয়া তথ্যে এমনই দাবি করা হয়েছে৷ মৃতদের দেশের মধ্যেই কবরস্থ করা হচ্ছে বলেও জানান তিনি৷ এমনকি রোহিঙ্গা মুসলিম মহিলাদের ধর্ষণ করা, তাঁদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার, লুঠপাট চালানোর মত ঘটনাও ঘটছে বলে সমীক্ষায় উঠে এসেছে৷
রাষ্ট্রসংঘের দেওয়া তথ্য অনুসারে দেখা গিয়েছে, বেশ কিছুদিন ধরে প্রাণের ভয়ে বহু রোহিঙ্গা ইসলাম সম্প্রদায়ের লোকজন দেশ ছেড়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে৷সেনার চোখে ফাঁকি দিয়ে নদী পেড়িয়ে যাঁরা সীমানা পার হতে পারছেন না, তাঁদের কপালে জুটছে অশেষ দূর্গতি৷
রাষ্ট্রসংঘের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষ মায়ানমারে থাকেন৷ তাঁরা সকলেই বাংলাদেশে চলে যেতে চাইছেন বলে সূত্রের খবর৷ তবে রাষ্ট্রসংঘের দাবি, এতসব সত্ত্বেও বাংলাদেশ সরকারের পক্ষে সেই সমস্ত শরণার্থীদের সাদরে আমন্ত্রণ জানানো সম্ভব নয়, কারণ তাতে অত্যাচারের মাত্রা আরও বাড়বে৷
এদিকে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের খবরে উদ্বিগ্ন বাংলাদেশি বৌদ্ধ ধর্মাম্বলম্বী মানুষ৷ তাঁদের আশঙ্কা, মায়ানমারে মুসলিমদের উপর অত্যাচারের খবরে বাংলাদেশে তাঁদের উপরও হামলা শুরু হতে পারে৷
The post মায়ানমারে রোহিঙ্গা নিধন চলছে, কার্যত স্বীকার রাষ্ট্রসংঘের appeared first on Sangbad Pratidin.