shono
Advertisement

খুন নাকি অন্য কিছু? কালীপুজোর মরশুমে শ্মশানের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু

দেহ উদ্ধারে পুলিশকে বাধা স্থানীয়দের।
Posted: 12:25 PM Nov 12, 2023Updated: 12:25 PM Nov 12, 2023

টিটুন মল্লিক, বাঁকুড়া: কালীপুজোর মরশুমে শ্মশানের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু। শ্মশান থেকে ২০ ফুট দূরে দেহ পড়ে থাকতে দেখা যায়। বাঁকুড়ার ১৯ নম্বর ওয়ার্ডে তীব্র চাঞ্চল্য। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই অভিযোগ স্থানীয়দের। পুলিশকে দেহ উদ্ধারে বাধা। বিক্ষোভ এলাকাবাসীর। 

Advertisement

নিহত বছর পঞ্চাশের নাজিমুল দালাল, বাঁকুড়ার ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাং এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, দিনকয়েক আগে ২৩ নম্বর ওয়ার্ডের পাতাকলা শ্মশানের নিরাপত্তারক্ষী হিসাবে কাজে যোগ দিয়েছিলেন। রবিবার সকালে শ্মশান থেকে ২০ ফুট দূরে দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারাই দেহ পড়ে থাকতে দেখেন।

[আরও পড়ুন: ‘আর বাঁচব না’, ইডি হেফাজতে মৃত্যুভয় তাড়া করছে জ্যোতিপ্রিয়কে!]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, এই ঘটনাটিকে ঠিকমতো গুরুত্ব দিয়ে দেখছে না পুলিশ। দেহ ঘিরে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পথ অবরোধও করেন তাঁরা। এলাকাবাসীর দাবি, খুন করা হয়েছে নাজিমুল দালালকে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলেই দাবি এলাকাবাসীর। এই দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভও দেখাতে শুরু করেন তাঁরা।

[আরও পড়ুন: ষাটোর্ধ্বর সঙ্গে উনিশের তরুণীর ‘পরকীয়া’! পরিবারের অমতে এ কী করল যুগল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement