সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্র কোনও কিছুই নেয় না, শেষ পর্যন্ত ফিরিয়ে দেয়। তবে কোথায় নিয়ে কোথায় ফিরিয়ে দেবে তা বলা কঠিন। সমুদ্রের এমন রহস্যময় চরিত্রের কারণেই শোরগোল পড়ে গেল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একটি সমুদ্র সৈকতে। আসলে অভূতপূর্ব দৃশ্য দেখে চমকে যান স্থানীয়রা। ঝড় অশনির (Asani) ভ্রুকুটির মধ্যেই ওই সি-বিচে ভাসতে দেখা গেল একটি ‘সোনার রথ’কে। মনে করা হচ্ছে অশনির দাপটেই দূর দেশ থেকে ভেসে আসে ওই রথটি।
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের (Srikakulam) জেলার একটি সৈকতে দেখা যায় ওই অভূতপূর্ব দৃশ্য। দেখা যায় ঝড়ের দাপটে উত্তাল হয়ে ওঠা সমুদ্রের পাড়ে ভাসছে একটি সোনালি রঙের রথ। যা দেখা মাত্র স্থানীয়রা জলে নেমে পড়েন, ছুটে যান ওই রথের কাছে। তারাই তা টেনে পাড়ে তুলেও আনেন। রথটি সোনার না হলেও তার গায়ে রয়েছে অপূর্ব সোনালি রং। মনে করা হচ্ছে অশনির দাপটেই অন্য কোনও দেশ থেকে ওই রথটি শ্রীকাকুলামের সৈকতে ভেসে এসেছে।
[আরও পড়ুন: আজব কাণ্ড, ‘চুরি’ হয়ে গেল আস্ত পঞ্চায়েত ভবন! কাঠগড়ায় খোদ প্রধান]
এদিন এই বিষয়ে শ্রীকাকুলামের নাউপাড়া এলাকার সাব ইন্সপেক্টর বলেন, রথটির বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। সম্ভবত এটি অন্য কোনও দেশ থেকে ভেসে এসেছে। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিয়েছি।