shono
Advertisement
Jhargram

'বিয়ের ইচ্ছে ছিল না', ঝাড়গ্রামের মৃত ডাক্তারের স্ত্রীকে পাঠানো মেসেজে রহস্য

আর কী লিখেছিলেন মেসেজে?
Published By: Tiyasha SarkarPosted: 08:13 PM Nov 07, 2024Updated: 08:13 PM Nov 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়গ্রামের ডাক্তারের রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। আর জি কর ইস্যু বা থ্রেট কালচার নয়, সম্ভবত সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই চরম সিদ্ধান্ত। মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মিলেছে সেরকমই ইঙ্গিত। তাতে চিকিৎসক স্পষ্টই লিখেছিলেন, "এখনই বিয়ে করার ইচ্ছে ছিল না।" উল্লেখ করেছেন 'পুরোনো ঘা'-এর কথাও।

Advertisement

চিকিৎসক দীপ্র ভট্টাচার্য মৃত্যুর আগে চিকিৎসকদের গ্রুপ ও স্ত্রীকে কিছু মেসেজ পাঠিয়েছিলেন। তা ঘিরেই ক্রমশ ঘনাচ্ছে রহস্য। স্ত্রীকে পাঠানো মেসেজেই স্পষ্ট যে, দাম্পত্য জীবন মোটেই সুখের ছিল না চিকিৎসক দীপ্রর। মেসেজে তিনি লিখেছিলেন, পুরনো স্মৃতি কাটিয়ে ওঠার আগে বিয়ের ইচ্ছা ছিল না, কিন্তু করেছেন। যার ফলে প্রবল মানসিক সমস্যার শিকার হয়েছিলেন তিনি। তবে তিনি পরিস্থিতির শিকার বলেও উল্লেখ করেছেন মেসেজে। এখানেই শেষ নয়। আর জি কর প্রসঙ্গও ছিল সেই মেসেজে। লিখেছিলেন, "নোংরা পৃথিবী, অবিচার, নোংরামি দেখেও অন্ধসবাই। এভাবে কি বেঁচে থাকা যায়? কোন দুনিয়ায় আছি আমরা? জেগে থাকতে ইচ্ছে করে না, চারিদিকে শুধু অন্ধকার।” ফলত মনে করা হচ্ছে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণেই এই পরিণতি।

উল্লেখ্য, চিকিৎসক দীপ্র ভট্টাচার্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানেস্থেশিয়া বিভাগে কর্মরত ছিলেন। একাই থাকতেন ঝাড়গ্রামের ঘোড়াধরা এলাকার একটি ফ্ল্যাটে। স্ত্রী ও পরিবার অন্যত্র থাকতেন। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ স্ত্রী দীপ্রর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাতেই তাঁর সন্দেহ হয়। ছুটে আসেন ফ্ল্যাটে। ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। দরজা ভাঙতেই উদ্ধার হয় দীপ্রর দেহ। পাশে পড়েছিল একটি সুইসাইড নোট ও সিরিঞ্জ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়গ্রামের ডাক্তারের রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়।
  • আর জি কর ইস্যু বা থ্রেট কালচার নয়, সম্ভবত সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই চরম সিদ্ধান্ত। মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মিলেছে সেরকমই ইঙ্গিত।
  • তাতে চিকিৎসক স্পষ্টই লিখেছিলেন, "এখনই বিয়ে করার ইচ্ছে ছিল না।" উল্লেখ করেছেন 'পুরোনো ঘা'-এর কথাও।
Advertisement