shono
Advertisement

বিশ্বের দীর্ঘতম ‘স্টেপল চেন’তৈরি করে গিনেস বুকে শান্তিপুরের অনুপম

টানা ৪৪ দিনের অক্লান্ত পরিশ্রমে মেলে সাফল্য৷ The post বিশ্বের দীর্ঘতম ‘স্টেপল চেন’ তৈরি করে গিনেস বুকে শান্তিপুরের অনুপম appeared first on Sangbad Pratidin.
Posted: 06:15 PM Nov 01, 2018Updated: 06:38 PM Nov 01, 2018

বিপ্লব চন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বিশ্বের দীর্ঘতম স্টেপল চেন তৈরি করে গিনেস বুকে নাম তুললেন নদিয়ার শান্তিপুরের অনুপম সরকার৷ আমেরিকা ও বাংলাদেশের দু’জনকে হারিয়ে এক হাজার ৮১৯ ফুট লম্বা স্টেপল চেন তৈরি করে গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ডসে নিজের নাম লেখালেন বাংলার এই যুবক৷  

Advertisement

জানা গিয়েছে, টানা ৪৪ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ৫৫৪.৫৪ মিটার দৈর্ঘ্যের স্টেপল চেনটি তৈরি করেন অনুপম৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর এই কৃতিত্বকে ‘অফিসিয়ালি অ্যামেজিং’ বলে স্বীকৃতি দিয়েছে বলে জানা গিয়েছে৷ পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট৷ সেই সার্টিফিকেটে স্পষ্টই লেখা, ‘দ্যা লংগেস্ট চেন অফ স্টেপল৷’

[মু্খ্যমন্ত্রীর উপস্থিতিতেই চারবার বিদ্যুৎ বিভ্রাট, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব]

বিশ্বরেকর্ড গড়ে অনুপমের মন্তব্য, ‘‘আমি এই বিশ্ব রেকর্ডের মধ্য দিয়ে এই বার্তাই দিতে চাই যে, এই চেনের মতো জাতি-ধর্ম নির্বিশেষে ভারতের সব মানুষ এক শৃংখলে বাঁধা পড়ুক৷ তাই আমি আমার এই চেইনকে নাম দিয়েছি সম্প্রীতির শৃঙ্খল৷ এই কাজের স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত খুশি৷’’ যদিও, অনুপমের এই কাজটা শেষ করতে খুব একটা সহজ ছিল না৷ কারণ, ৭১ হাজার ৫০০টি স্ট্যাপল পিন কোনও যন্ত্র ছাড়াই স্রেফ হাতের আঙুলের মাধ্যমে ১ হাজার ৮১৯ ফুটেরও লম্বা বিশাল চেন তৈরি করতে সময় ও অর্থ দুই ব্যয় করতে হয়েছে অনুপমকে৷

[ফেসবুক সহায়, ২৫ দিন পর বাড়ি ফিরছেন অশীতিপর বৃদ্ধ]

ইচ্ছা ছিল, এমন কিছু একটা কাজ করবেন, যা মনে রাখবে মানুষ৷ যেমন ভাবনা, তেমনই কাজ৷ ঠিক করেন, কিছু একটা করে গিনেস বুকে নাম তুলবেন৷  খোঁজ নিয়ে জানতে পারেন, স্ট্যাপল চেন বানিয়ে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বাংলাদেশের একজন৷ এরপর আমেরিকার ম্যাকেঞ্জি মার্টিন নামের আর একজন ২৬ হাজার ৫০০টি স্টেপল পিন দিয়ে এক হাজার ১৫৭ ফুট লম্বা স্ট্যাপল চেন বানিয়ে গিনেস বুকে নাম তুলেছেন৷ তবে, তাঁকে স্ট্যাপল চেন বানিয়ে গিনেস বুকে নাম তুলতে গেলে আরও বড় ও একটু ব্যাতিক্রমি চেন তৈরি করতে হবে৷ সিদ্ধান্ত নেন, তাই-ই করবেন৷

[পঞ্চায়েত অফিসের পিছনে উদ্ধার ডিজিটাল রেশন কার্ড, বাঁকুড়ায় চাঞ্চল্য]

ঠিক করলেন, দুই বিদেশিকে হারাবেন৷ সেই শুরু৷ চলতি বছরের ৯ এপ্রিল থেকে কাজ শুরু করে রোজ প্রায় ১৮ ঘণ্টা প্ররিশ্রম করে এক হাজার ৮১৯ ফুটের বেশি লম্বা স্টেপল চেন তৈরি করেন৷ এরপরই গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস দপ্তরে যোগাযোগ করেন৷ মেলে উত্তর৷ অনুপম বলেন, ‘‘১ মে গিনেস বুক কর্তৃপক্ষ আমাকে ৩৩ পাতার গাইডলাইন পাঠায়৷ বাজার থেকে ৭২ হাজার ৫০০টি স্টেপল পিন কিনতে ৩৯৫ টাকা ও একটা স্টেপলার কিনতে ২৭ টাকা খরচ করি৷ তবে, কোনও যন্ত্র ছাড়া স্রেফ হাতের আঙুলের মাধ্যমে বানিয়ে ফেলি বিশ্বের দীর্ঘতম স্ট্যাপল চেন৷’’

The post বিশ্বের দীর্ঘতম ‘স্টেপল চেন’ তৈরি করে গিনেস বুকে শান্তিপুরের অনুপম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার