shono
Advertisement

ব্যবসার প্রয়োজনে জব্বলপুরে গিয়ে নিখোঁজ বিজেপি নেত্রী, ঘনাচ্ছে রহস্য

বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন নিখোঁজ নেত্রী!
Posted: 08:32 PM Aug 09, 2023Updated: 08:42 PM Aug 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে নিখোঁজ বিজেপি নেত্রী  সানা খান। বিজেপির সংখ্যালঘু সেলের কর্মী তিনি। নাগপুরের বাসিন্দা। ১ আগস্ট ব্যবসার সূত্রে অমিত ওরফে পাপ্পু সাহু নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে জব্বলপুরে গিয়েছিলেন সানা। অভিযোগ, পাপ্পু সেখানকার কুখ্যাত এক অপরাধী। তাঁর সঙ্গে বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন সানাও। সানার নিখোঁজ হওয়ার পিছনে হাত থাকতে পারে পাপ্পুর। 

Advertisement

[আরও পড়ুন: চোখ টেপা থেকে ফ্লাইং কিস, নিজের ‘ছেলেমানুষি’ কাজে কি লঘু হচ্ছেন ‘নেতা’ রাহুল?]

সূত্রের খবর, এক মাস আগে পাপ্পু খুন করার হুমকি দিয়েছিলেন সানাকে। এরপর চলতি মাসের ১ তারিখ জব্বলপুরে গিয়েছিলেন বিজেপি নেত্রী। তার দু’দিন পর থেকেই সানার সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারছেন না তাঁর মা। তারপর তিনি নাগপুরের মনকাপুর থানায় অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মনকাপুর থানার পুলিশ। মধ্যপ্রদেশ পুলিশের সাহায্যে জব্বলপুরে সানা, পাপ্পু ও তাঁর ভাই মনীশের খোঁজে একটি দল পাঠায় তারা। তবে এখনও পর্যন্ত ওই তিনজনের কাররই কোনও খবর পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, জব্বলপুরে পাপ্পুর একটি ধাবা রয়েছে। এছাড়াও মদপাচার, খুনের মতো একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, সানার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর পরিবার।

[আরও পড়ুন: টমেটোর মালা গলায় রাজ্য়সভায় আপ সাংসদ! কী প্রতিক্রিয়া চেয়ারম্যান ধনকড়ের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement