shono
Advertisement

প্রধানমন্ত্রিত্বের দৌড়ে রাহুলের থেকে মায়া-মমতাকেই এগিয়ে রাখছেন পওয়ার!

কংগ্রেস সভাপতিকে ধর্তব্যের মধ্যেই রাখছেন না এনসিপি সুপ্রিমো!
Posted: 05:31 PM Apr 28, 2019Updated: 05:48 PM Apr 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে পরাজিত করে মহাজোট ক্ষমতায় এলে, তাদের প্রধানমন্ত্রিত্বের মুখ কে হবে? রাজনৈতিক মহলে এটা এখনও লাখ টাকার প্রশ্ন৷ এই প্রশ্নকে হাতিয়ার করেই একাধিকবার মহাজোটকে বিঁধেছেন মোদি, শাহ-সহ অন্যান্য বিজেপি নেতারা৷ এ প্রশ্নের স্পষ্ট কোনও উত্তর দিতে পারলেন না শরদ পওয়ারও। ভারতীয় রাজনীতির প্রবীণ এই ব্যক্তিত্ব জানালেন, মহাজোটের প্রধানমন্ত্রিত্বের মুখ হবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর মধ্যে কোনও একজন৷ আশ্চর্যজনক ভাবে তিনি বললেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম৷ যার দলের সঙ্গে জোট করেই মহারাষ্ট্রে নির্বাচনী মহাযুদ্ধে অবতীর্ণ হয়েছে তাঁর দল৷

Advertisement

[ আরও পড়ুন: স্ত্রী’র সঙ্গে ঝগড়ার জের, ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করল বাবা!]

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কেন রাহুলের নাম বললেন না শরদ পওয়ার? তাঁর উত্তর, ‘‘রাহুল নিজেই এই জল্পনায় জল ঢেলেছেন৷ নিজেই একাধিকবার জানিয়েছে যে, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি নেই৷ ফলে এখন এই সমস্ত প্রশ্ন অবান্তর৷’’ কেন দুই রাজ্যে মুখ্যমন্ত্রী ও এক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিল্লির কুরসির লড়াইয়ে এগিয়ে রাখলেন এনসিপি প্রধান? এরও জবাব দিয়েছেন এনসিপি প্রধান৷ তিনি জানান, ‘‘২০১৪-তে প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদিও গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন৷ তবে এবারও তাই হতে পারে৷’’

[ আরও পড়ুন: লুকিয়ে ক্যানসারের বিষ! দেশজুড়ে নিষিদ্ধ জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু ]

কেবল মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নামের ইঙ্গিত দেওয়াই নয় পাশাপাশি, নিশ্চিতভাবে তিনি বলেন, ২০১৯-এ বিজেপি সরকার গড়তে পারবে না বিজেপি৷ এবার আর ক্ষমতায় ফিরবে না এনডিএ৷ মোদি-শাহকে তোপ দেগে তিনি বলেন, ‘‘বিজেপির আসন সংখ্যা এবার ১০০তে নেমে আসবে৷ আর এনডিএ সংখ্যাগরিষ্ঠতার চৌকাঠের কাছে পৌঁছাতে পারবে না৷’’ যদিও কদিন আগেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কুরসি তাঁর লক্ষ্য নয়৷ তাঁর দল টিডিপি-র প্রধান উদ্দেশ্য, বিজেপিকে পরাজিত করা৷ রাজনৈতিক মহলের মতে, মহাজোটের নেতাদের বক্তব্য বিশ্লেষণ করলেই স্পষ্ট, মহাজোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রিত্বের দৌঁড়ে শেষ পর্যন্ত টিকে থাকবেন দু’জন৷ প্রথমজন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement