shono
Advertisement

নারদ মামলায় ম্যাথু স্যামুয়েলকেও জেরা করবে সিবিআই

দেখা হবে ম্যাথু স্যামুয়েল কি নিজে টাকা দিয়েছিলেন৷ নাকি তাঁর কাছে টাকা চেয়েছিল অভিযুক্তরা৷ The post নারদ মামলায় ম্যাথু স্যামুয়েলকেও জেরা করবে সিবিআই appeared first on Sangbad Pratidin.
Posted: 11:15 AM Mar 20, 2017Updated: 04:40 PM Jan 03, 2020

স্টাফ রিপোর্টার: নারদ তদন্ত নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস৷ সোমবার দুপুরে এই পিটিশন হলেও মঙ্গলবার তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে এই মামলায় অভিযুক্ত সাংসদ-মন্ত্রীদের পাশাপাশি নারদের সিইও ম্যাথু স্যামুয়েলকেও জেরা করবে সিবিআই৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানাচ্ছে, যে কোনও দুর্নীতির তদন্তে উভয়পক্ষকে জেরা করা হয়৷ কারণ কোন উদ্দেশ্যে এবং কার স্বার্থ চরিতার্থ করতে এই স্টিং অপারেশন হয়েছিল তা খতিয়ে দেখাই নিয়ম৷ যদিও ইতিমধ্যে সিবিআইয়ের পাঠানো ১২টি প্রশ্নের উত্তর ই-মেলে পাঠিয়ে দিয়েছেন স্যামুয়েল৷ এদিকে রাজ্য সরকার ও তৃণমূল পিটিশন করার আগেই কলকাতা হাই কোর্টে মামলাকারীদের তরফে ক্যাভিয়েট ফাইল করা হয়ে গিয়েছে৷ রাজ্যের তরফে আইনি লড়াইয়ে নামছেন গোপাল সুব্রহ্মণ্যম৷

Advertisement

কলকাতা হাই কোর্টের নির্দেশে নারদকাণ্ডের তদন্তে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, অভিযুক্তদের পাশাপাশি যিনি টাকা দিয়েছেন, তার ভূমিকাও খতিয়ে দেখা হবে৷ দেখা হবে ম্যাথু স্যামুয়েল কি নিজে টাকা দিয়েছিলেন৷ নাকি তাঁর কাছে টাকা চেয়েছিল অভিযুক্তরা৷ যিনি ঘুষ নিয়েছেন শুধু তিনি নন, যদি কেউ ঘুষ দিতে আসেন, সেক্ষেত্রেও তাও অপরাধের মধ্যে পড়ে৷ পাশাপাশি দেখা হবে, ম্যাথু হঠাত্‍ কেন এই স্টিং অপারেশন করলেন, কারা রয়েছেন, এই স্টিং অপারেশনের নেপথ্যে৷ ইতিমধ্যেই খসড়া রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে৷ দিল্লিতে সেই রিপোর্ট দেখে আলোচনার পর তা পাঠানো হবে হাই কোর্টে৷

[মহুয়া মৈত্রকে ‘কটূক্তি’, আদালতে তিরস্কৃত বাবুল সুপ্রিয়]

নারদের স্টিং অপারেশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে গিয়েছে রাজ্য৷ এদিকে হাই কোর্টে মামলাকারীদের দাবি, সুপ্রিম কোর্ট রাজ্যের কথা শুনলে তাঁদেরও কিছু বলার আছে৷ আগে তাঁদের কথা শুনতে হবে৷ সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেই প্রথমদিনই মেনশন করতে হলে তা করতে হবে প্রধান বিচারপতির এজলাসে৷ কিন্তু তা করতে হয় প্রথমার্ধেই৷ এদিন যেহেতু পিটিশন দাখিল করতে দুপুর হয়ে গিয়েছে তাই সম্ভবত কাল শুনানি হতে পারে৷ প্রধান বিচারপতির এজলাসে প্রাথমিক মেনশনের পর মামলা অন্য যে কোনও বিচারপতির এজলাসে যেতে পারে৷

এদিকে নারদকাণ্ডে তৈরি সাতঘণ্টার অডিও এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখা শেষ সিবিআই আধিকারিকদের৷ এবার সেই ফুটেজের খসড়া পাঠানো হবে দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার লিগ্যাল সেলে৷ সেই ফুটেজ খতিয়ে দেখবেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবীরাও৷ আজ বিকেলে দিল্লি থেকে কলকাতার তদন্তকারীদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স হতে পারে৷ তদন্তের চূড়ান্ত পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে ওই কনফারেন্সে৷ হাইকোর্টের দেওয়া ৭২ ঘণ্টা সময়ের মধ্যে আরও কয়েকটি বিষয়ে তদন্ত প্রয়োজন বলে জানাচ্ছে সিবিআই৷ এদিনও নিজাম প্যালেসে নিজেদের মধ্যে বৈঠক করেন সিবিআই কর্তারা৷ সেই ভিডিও ও অডিও ক্লিপিংস খতিয়ে দেখে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে দাবি সিবিআইয়ের৷

[5G প্রযুক্তিকে দিশা দেখাচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর গবেষণা]

The post নারদ মামলায় ম্যাথু স্যামুয়েলকেও জেরা করবে সিবিআই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement