shono
Advertisement

নারদ কাণ্ডে নয়া মোড়, কন্ঠস্বরের নমুনা জমা দিলেন মুকুল রায়-সহ ৫ অভিযুক্ত

এখনও ৭ জন অভিযুক্ত জমা দেননি কণ্ঠস্বরের নমুনা। The post নারদ কাণ্ডে নয়া মোড়, কন্ঠস্বরের নমুনা জমা দিলেন মুকুল রায়-সহ ৫ অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 12:51 PM Sep 15, 2018Updated: 12:51 PM Sep 15, 2018

সুব্রত বিশ্বাস: নারদ তদন্তের অগ্রগতি কতদূর? এই মামলা নিয়ে বিজেপি কিংবা তৃণমূল কোনওপক্ষই আর কোনও উচ্চবাচ্চ্য করছে না কেন? এই প্রশ্ন তুলে বারবার একযোগে বিজেপি-তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বাম এবং কংগ্রেস। এরই মধ্যে তদন্তে সামান্য অগ্রগতির ইঙ্গিত মিলল। নারদে অভিযুক্তদের কন্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। সেই নির্দেশ মতো নমুনা জমা দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

Advertisement

[লোকসভা ভোটের আগে বাংলায় দলের রাশ নিজের হাতেই নিচ্ছেন অমিত শাহ]

নারদ তদন্তের শুরু থেকেই সিবিআইকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন মুকুল। তবে, দীর্ঘদিন তদন্ত নিয়ে না সিবিআইয়ের তরফে না অভিযুক্তদের তরফে, কোনও তরফেই কোনও অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে আদালতও। এর মাঝে অবশ্য বার কয়েক সিবিআই দপ্তরে হাজিরা এড়িয়েছিলেন মুকুল। শেষ পর্যন্ত আবার সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন। এই ‘লুকোচুরি’র মধ্যেই এবার অগ্রগতির ইঙ্গিত মিলল। নারদ কাণ্ডে কণ্ঠস্বরের নমুনা জমা দিলেন বিজেপি নেতা।

[রাজ্য পুলিশের রং-মিলান্তি, খাকির বদলে সাদা হচ্ছে উর্দি]

নারদ নিউজের স্টিং অপারেশনে যে ভিডিও দেখানো হয়েছে তাঁর অডিও-র সঙ্গে মিল আছে কিনা যাচাই করার জন্য অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নির্দেশ মতো কণ্ঠস্বরের নমুনা জমা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। সিবিআইয়ের তরফে অন্য অভিযুক্তদেরও কণ্ঠস্বরের নমুনা চাওয়া হয়েছিল। তবে, এখনও অধিকাংশ অভিযুক্তই তা জমা দেননি। এখনও পর্যন্ত ১২ জনের মধ্যে ৫ জন অভিযুক্ত কণ্ঠস্বরের নমুনা জমা দিয়েছেন। যারা জমা দেননি, তাদের কণ্ঠস্বরের নমুনা যাচাইয়ের জন্য বিকল্প রাস্তার কথা ভাবা হচ্ছে। সিবিআই সুত্রের খবর, যে ৭ জন অভিযুক্ত এখনও কণ্ঠস্বরের নমুনা জমা দেননি তাদের কণ্ঠস্বরের নমুনা চাওয়া হবে বিভিন্ন সংবাদমাধ্যমের থেকে। নমুনা চাওয়া হবে লোকসভা টিভির কাছে থেকেও। এই নমুনাগুলি পাঠানো হচ্ছে ফরেনসিক দলের কাছে। সেই কণ্ঠস্বরের নমুনা যাচাই করে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে আদালতে।

The post নারদ কাণ্ডে নয়া মোড়, কন্ঠস্বরের নমুনা জমা দিলেন মুকুল রায়-সহ ৫ অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement