সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাশ, কৃষ্ণচূড়ায় লেগেছে ফাগের রং। আকাশ, বাতাসে আজ রংয়ের ছটা। যেন রামধনুর সাত রংয়ে রঙিন গোটা দেশ। রংয়ের উৎসবে মাতোয়ারা প্রায় সকলেই। গালে আবির মাখিয়ে একে অপরকে কাছে টেনে নেওয়ার দিন। দোলের সকালেই টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রংয়ের উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
[আরও পড়ুন: গুজরাটের স্কুলে এবার পড়ানো হবে ভগবত গীতা, বিজেপি সরকারের সিদ্ধান্তে সমর্থন আপ, কংগ্রেসের]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে সকলকে দোলের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “রংয়ের উৎসব হয়ে উঠুক ভালবাসা, স্নেহ এবং সৌভ্রাতৃত্বের প্রতীক। জীবন হয়ে উঠুক আরও রঙিন।”
দোলের দিন বাংলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, “রংয়ের উৎসব সকলের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি।” দোলের শুভেচ্ছা জানানো টুইটেও একতার বার্তাও দেন তিনি।
বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। দোলের সকালে টুইটে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। শুধু নিজের নয়, অপরের জীবনকেও আরও রঙিন করে তোলার বার্তা দেন রাজ্যপাল।