shono
Advertisement

লাইব্রেরি তিক্ততা ভুলে ফোনালাপ মোদি-ট্রাম্পের

আফগানিস্তান নিয়ে দিল্লির আশঙ্কা দূর করল ওয়াশিংটন৷ The post লাইব্রেরি তিক্ততা ভুলে ফোনালাপ মোদি-ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:32 PM Jan 09, 2019Updated: 12:32 PM Jan 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাইব্রেরি তিক্ততা’ দূরে সরিয়ে ফোনালাপ মোদি-ট্রাম্পের৷ বাণিজ্য থেকে শুরু কর আফগানিস্তান, একাধিক বিষয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে৷ পরস্পরকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন মোদি ও ট্রাম্প। গত নভেম্বরে আর্জেন্টিনায় জি-২০ বৈঠকের পরে এই প্রথম কথা হল দুই রাষ্ট্রপ্রধানের।

Advertisement

হোয়াইট হাউস সূত্রে খবর, আমদানির ক্ষেত্রে আমেরিকা চড়া শুল্ক ধার্য করায় দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ধাক্কা খেয়েছে৷ কীভাবে সেই সমস্যার সমধান করা যায় তা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্প৷ এছাড়া আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলাপ হয় দু’জনের মধ্যে৷ নয়া বছরে দিল্লির সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট৷ ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন বছরে বাণিজ্য-সহ সব রকম দ্বিপাক্ষিক সম্পর্কেই কাঁধ মিলিয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। আফগানিস্তানে পরবর্তী রণকৌশল ঠিক করা নিয়েও একমত হয়েছেন মোদি-ট্রাম্প, দাবি হোয়াইট হাউসের। আফগানিস্তানে শান্তি ফেরানোর কথা সম্প্রতি একাধিক বার বলতে শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। এ নিয়ে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠিও লেখেন তিনি। তবে সম্প্রতি যুদ্ধ জর্জরিত দেশটি থেকে অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করে দিল্লির উদ্বেগ বাড়িয়েছেন ট্রাম্প৷ এই মুহূর্তে আফগানিস্তানে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে৷ তালিবানের সঙ্গে লড়াই করছে তাঁরা৷ নয়া দিল্লির আশঙ্কা, আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করলে সে দেশে পাকিস্তানের প্রভাব বাড়বে৷ সেই সঙ্গে ভারতে বাড়বে জঙ্গি হামলার সম্ভবনা৷

[ধর্মঘটিদের খোয়াতে হবে নাগরিকত্ব, হুঁশিয়ারি ফরাসি প্রধানমন্ত্রীর]

তবে, এই ফোনালাপে আফগানিস্তান নিয়ে ভারতের উদ্বেগ অনেকটাই প্রশমিত করেছেন ট্রাম্প৷ উল্লেখ্য, সদ্য যুদ্ধ জর্জরিত আফগানিস্তানে ভারতের তৈরি লাইব্রেরিগুলির কোনও কাজে লাগছে না বলে মন্তব্য করেন ট্রাম্প৷ তিনি বলেছিলেন, “আফগানিস্তানে ভারত একটি লাইব্রেরি তৈরি করেছে।সেটি মনে হয় না কোনও কাজে লাগছে। জানি না সেটি কে ব্যবহার করছে। আমাকেও বহুবার ওই দেশটিতে লাইব্রেরি তৈরির জন্য অনুরোধ করেছেন মোদি।” মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই দেখা দেয় বিতর্ক৷

The post লাইব্রেরি তিক্ততা ভুলে ফোনালাপ মোদি-ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement