সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৬৯ সালে চাঁদের মাটিতে পা রেখেছিলেন নিল আর্মস্ট্রং। ইতিহাস রচনার পর কেটে গিয়েছে কয়েক দশক। এবার পৃথিবীর একমাত্র উপগ্রহে মানুষের বসবাস শুরুর পরিকল্পনা নাসার! এবং তাও ২০৪০ সালের মধ্যেই। জানা যাচ্ছে, নাসার পরিকল্পনা রয়েছে এমনকী মঙ্গল নিয়েও!
সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদের মাটিতে বাসগৃহ নির্মাণ করার জন্য একটি নির্মাণ সংস্থাকে বরাত দিয়েছে ৬০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় ৫০০ কোটি টাকার। আর সেই ঘরবাড়িতে কেবল চাঁদের মাটিতে পা রাখা নভোচররাই থাকবেন তা নয়। সাধারণ নাগরিকরাও চাইলে সেখানে গিয়ে থাকতে পারবেন। এমনই পরিকল্পনা নাসার।
চাঁদের (Moon) মাটিতে বসবাসের পরিকল্পনা আজকের নয়। গত বছর নাসার (NASA) এক আধিকারিক দাবি করেছিলেন, ফের চাঁদে মানুষ পাঠানো হবে। এবং দ্রুত সেখানে বসবাসের বিষয়টি সফল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার সেই পরিকল্পনা সফল করতেই পদক্ষেপ করল নাসা।
[আরও পড়ুন: হঠাৎ কেন ‘গেরুয়া’ হল বন্দে ভারত! ‘রাজনীতি নয়, বিজ্ঞান’, বলছেন রেলমন্ত্রী]
এই পৃথিবীটা যে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে একথা নতুন নয়। আর তাই এই গ্রহ ছেড়ে মহাকাশের অন্যত্র বসবাস না করতে পারলে সভ্যতাকে আগামিদিনে টিকিয়ে রাখা যাবে না, এমন মতও রয়েছে। ক্রিস্টোফার নোলানের বিখ্যাত ছবি ‘ইন্টারস্টেলারে’র বিষয়ই ছিল তাই। তবে সুদূর কোনও গ্রহে বসবাসের পরিকল্পনা এই মুহূর্তের প্রযুক্তি অনুযায়ী বাস্তবানুগ নয় একেবারেই। আপাতত তাই চাঁদ দিয়েই শুরু হতে পারে পৃথিবীর বদলে অন্যত্র বসবাসের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা।