সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই বড়দিন। আর বড়দিন মানেই বৎসরান্তে শীত-বুড়ো তথা সান্তা ক্লজের আগমন। এ কথা আপামর বিশ্ববাসী জানে এবং মানে। তবে সত্যি করে এই সান্তা ক্লজের কোনও অস্তিত্ব আদৌ ছিল কি না, তা এখনও বিতর্কযোগ্য বিষয়। আর তার থেকেও তর্কযোগ্য হল, ঠিক কেমন দেখতে ছিল সত্যিকারের সান্তা ক্লজকে।
অনেকেই নিজেদের মতো করে সান্তা ক্লজকে কেমন দেখতে তা কল্পনা করে নেন। আবার অনেকেরই প্রশ্ন, যেমনটা আমরা কার্টুনে কিংবা সিনেমায় দেখি যে, এক মুখ সাদা দাড়ি, চোখে বড় চশমা, পেট মোটা, গালজোড়া হাসি আর পরনে লাল-সাদা পোশাক? না কি বাস্তবটা অন্য রকম কিছু? বাকি কিছুর না হলেও সান্তা ক্লসকে বাস্তবে ঠিক কেমন দেখতে ছিল– এই প্রশ্নের বিজ্ঞানসম্মতভাবে একটি উত্তর এবার বের করে এনেছেন একদল গবেষক।
সান্তা ক্লজ আদতে যে মানুষটির আদলে ভাবা তথা প্রভাবিত, সেই সেন্ট নিকোলাসের খুলি নিয়ে বহু আগে গবেষণা করেছিলেন গবেষক লুলগি মার্টিনো। সালটা ছিল ১৯৫০। সেই প্রাচীন তথ্য জোগাড় করে, তার উপর ভিত্তি করে একটি থ্রিডি মডেল তৈরি করেন বিজ্ঞানী সিসেরো মোরাসের নেতৃত্বাধীন গবেষকদের দল। আর তাতেই আসে সাফল্য। পাওয়া যায় সান্তা ক্লজের প্রকৃত মুখাবয়বের বিজ্ঞানভিত্তিক ছবি। তা-ও আবার তাঁর (সেন্ট নিকোলাস) মৃত্যুর প্রায় ১ হাজার ৭০০ বছর পর।