shono
Advertisement

‘কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন’, আলিয়া জাতীয় পুরস্কার পেতেই ‘অভিমানী’ কঙ্গনা

জাতীয় পুরস্কার না পেয়ে কী বলছেন অভিনেত্রী?
Posted: 07:51 PM Aug 24, 2023Updated: 07:51 PM Aug 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গাঙ্গুবাইয়ের সাফল্য ভুয়ো। জলে দুধ মেশাচ্ছেন আলিয়া…’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ বক্সঅফিসে একশো কোটির গণ্ডি পার করতেই হুংকার ছেড়েছিলেন পর্দার ‘মনিকর্ণিকা’। এবার জাতীয় পুরস্কারের মঞ্চে গাঙ্গুবাইয়ের ‘জয়ধ্বনি’ শুনেই ‘অভিমানী’ সুর কঙ্গনা রানাউতের কণ্ঠে।

Advertisement

সটান জানালেন, “কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন।” আলিয়া ভাটের জাতীয় পুরস্কার পাওয়ার সন্ধেতেই কঙ্গনার এমন মন্তব্যের মানে বুঝতে অসুবিধে হয়নি নেটপাড়ার একাংশের। ‘থালাইভি’ ছবির জন্যে যে কঙ্গনা রানাউত জাতীয় পুরস্কারে সম্মানিত হতে পারেন, বুধবার থেকেই এমন জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু লক্ষ্মীবারের সন্ধেবেলা মন ভাঙল ৪ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকার। তাঁর কোনও ছবিই শিকে ছিঁড়তে পারেনি এবার।

খানিক অভিমানী সুরেই শুভেচ্ছা জানিয়ে কঙ্গনার মন্তব্য, “২০২৩ সালে সমস্ত জাতীয় পুরস্কার বিজয়ীদের শুভেচ্ছা জানালেন। এটা এমন এক শিল্পের উদযাপন যেখানে দেশের সমস্ত শিল্পীরা জড়ো হন। সমস্ত আঞ্চলিক ভাষায় যেরকম দারুণ কাজ হচ্ছে, সেটা জানতে পেরে বেশ ভাল লাগছে। আমার থালাইভি কোনও পুরস্কার জিতল না বলে যাঁদের মন খারাপ, তাঁদেরকে বলব, কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন। আপনাদের ভালবাসা আর প্রশংসাই আমার সম্বল। শিল্প বিষয়ভিত্তিক এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, জুরি সদস্যরা তাঁদের সেরাটাই চেষ্টা করেছে। সকলকে হরে কৃষ্ণ।”

[আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী আলিয়া-কৃতী স্যানন, তালিকায় ‘পুষ্পা’রাজ আল্লু অর্জুনের]

প্রসঙ্গত, বলিউডের খান-কাপুর হোক কিংবা ভাটসন্তান, ‘নেপোটিজমের প্রোডাক্ট’ বলে একাধিকবার তেড়েফুড়ে এসেছেন কঙ্গনা রানাউত। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি কিংবা ব্রহ্মাস্ত্রর সাফল্য নিয়েও রণবীর কাপুর ও আলিয়া ভাটকে কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী। সম্প্রতি বলিপাড়ায় যখন কাপুরবধূর সীতার ভূমিকায় অভিনয় করার কথা কানাঘুষো চাউর হয়েছিল, তখনও ব্যঙ্গ-বিদ্রুপ করতে পিছপা হননি বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। এবার আলিয়ার হাতে জাতীয় পুরস্কার উঠতেই চোয়াল শক্ত করে আক্ষেপ হজম করলেন কঙ্গনা রানাউত।

[আরও পড়ুন: করোনা আবহ ও বাঙালি পরিবারের সংকট নিয়ে ছবি, জাতীয় পুরস্কারে বাংলার সেরা ‘কালকক্ষ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement