shono
Advertisement
National Parks

৩ মাসের জন্য বন্ধ হচ্ছে রাজ্যের সব জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, নির্দেশিকা বনদপ্তরের

চলতি মাসের ১৬ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সব জাতীয় উদ্যান ও অভয়ারণ্য
Published By: Subhankar PatraPosted: 02:36 PM Jun 14, 2024Updated: 02:36 PM Jun 14, 2024

রাজ কুমার, আলিপুরদুয়ার: চলতি মাসের ১৬ তারিখ থেকে বন্ধ হচ্ছে রাজ্যের সব ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে জঙ্গলের দরজা। সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পযর্ন্ত বন্ধ থাকবে অভয়ারণ্যগুলি। এই সময়ে পর্যটকদের বনে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি স্বাভাবিক ভাবেই বন্ধ থাকবে জঙ্গল সাফারি ও হাতি সাফারি।

Advertisement

প্রতিবছর এই সময়ে বন্ধ করে দেওয়া হয় রাজ্যের ন্যাশনাল পার্ক (National Parks) ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলি (wildlife sanctuary)। মূলত অঙ্কুরোদগম, বন্যপ্রাণের মিলন ও বংশবৃদ্ধির সময় এই বর্ষাকাল। সেই জন্যই এই সময় বনাঞ্চলে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে বনদপ্তর। সেই অনুযায়ী, এই বছরও জঙ্গল বন্ধ করার বিজ্ঞপ্তি দিল বনদপ্তর। রাজ্য বনদপ্তরের বন্যপ্রাণ বিভাগের প্রধান মুখ্য বনপাল দেবল রায় এই মর্মে নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে, আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserve) ও জলদাপাড়া জাতীয় উদ্যান (Jaldapara National Park) -সহ সব উদ্যানগুলিতে।

[আরও পড়ুন: ছেলেকে ভূতে ধরেছে! আটদিন শিকলে বেঁধে রাখলেন বাবা-মা, চাঞ্চল্য হুগলিতে]

বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, "১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ থাকবে। এই সময় বনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বন ও বন্যপ্রাণের বংশ বৃদ্ধির নানান কার্যকলাপের জন্য এই সময় বনাঞ্চলে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই মর্মে রাজ্যের প্রধান মুখ্য বনপালের নির্দেশিকা পেয়েছি।"

উল্লেখ্য, রাজ্য বনদপ্তরের তরফে একই নির্দেশিকা সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক (Singalila National Park) , নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক (Gorumara National Park), জলদাপাড়া ন্যাশনাল পার্ক, সিঞ্চল ন্যাশনাল পার্ক, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও বক্সা টাইগার রিজার্ভেও পাঠানো হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাশোয়ান বলেন, "আমরাও এই নির্দেশিকা পেয়েছি। ইতিমধ্যেই আমরা বিষয়টি বিভিন্ন পর্যটন কেন্দ্রে জানিয়ে দিয়েছি। যাতে পর্যটকরা এই তথ্য আগাম পেয়ে যান।"

[আরও পড়ুন: মায়ের গয়না ‘লুঠ করে’ নতুন বাইক! বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি মাসের ১৬ তারিখ থেকে বন্ধ করা হচ্ছে রাজ্যের সব ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
  • আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে জঙ্গলের দরজা
  • সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে ফের পর্যটকদের জন্য খুলে যাবে অভয়ারণ্যগুলি।
Advertisement