shono
Advertisement

মায়ের স্মার্টফোন হাতে পেয়ে সাড়ে ৫ হাজার টাকার খাবার অর্ডার! ভাইরাল খুদের কীর্তি

প্রচুর পরিমাণ খাবার দেখে কী প্রতিক্রিয়া খুদের মায়ের?
Posted: 06:36 PM Nov 26, 2020Updated: 10:52 PM Nov 26, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট হোক কিংবা আশি স্মার্টফোনের (Smartphone) প্রতি নেশা বাড়ছে সকলের। তাই নিজের না থাকলে কী হবে বাবা-মায়ের স্মার্টফোন হাতে পাওয়ামাত্রই তা আপন করে নিতে বিশেষ সময় লাগে না পরিবারের খুদে সদস্যের। তারপর ধীরে ধীরে নিজের রাজত্ব হয়ে ওঠে। স্মার্টফোনের একটা ক্লিকে দেশ-বিদেশের সবকিছুই চলে আসে তার হাতের মুঠোয়। আর সেই কারসাজি করতে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড ঘটাল খুদে। তাঁর মা ওই কীর্তির কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। চার বছরের শিশুর কাজই এখন নেটদুনিয়া কাঁপাচ্ছে।

Advertisement

ব্রাজিলের এক মহিলা সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর চার বছর বয়সি ছেলের (Kid) ছবি পোস্ট করেন। ওই পোস্টে দেখা গিয়েছে তাঁর সন্তান বিভিন্ন রকমের খাবারদাবার সামনে নিয়ে বসে আছে। খাবারগুলি কী ছিল, তাও ক্যাপশনে বর্ণনা করেছেন ওই মহিলা। ৬টি হ্যামবার্গ মিলস, ৬টি ম্যাকডোনাল্ড হ্যাপি স্ন্যাকস. ৮ টয়স (এক্সট্রা), চিকেন ২টি (বড়) যাতে ১২টি করে নাগেটস ছিল। এছাড়াও সঙ্গে ছিল ১টি পটাটো চিপস উইথ বেকন(বড়), ১০টি মিল্কশেকস, ২টি টপ সনডে স্ট্রবেরি, ২টি অ্যাপেল টারটেলস, ২টি ম্যাকফ্লুরি, ৮টি জলের বোতল, ১ গ্লাস গ্রেপ জুস, ২টি সস (এক্সট্রা)। এত খাবার দেখার পর ঠিক কেমন প্রতিক্রিয়া হয়েছিল ওই মহিলার? ইনস্টাগ্রাম পোস্টে সেকথাও উল্লেখ করেন। তিনি জানান, “আমি প্রথমে হেসেছি। তারপর কান্নাও পেল। শেষমেশ খেতে বসে বসে পড়লাম।” মায়ের ফোন হাতে পাওয়ামাত্রই খুদে সন্তান সাড়ে পাঁচ হাজার টাকার খাবার অর্ডার দিয়েছে তা নিজের পোস্টে উল্লেখ করতে ভোলেননি ওই মহিলা।

[আরও পড়ুন: ব্রাজিলে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত কমপক্ষে ৪০]

খুদের এহেন কীর্তি ভাইরাল হতে সময় লাগেনি বিশেষ। মুহূর্তের মধ্যে ১ লক্ষের বেশি নেটিজেন ওই পোস্ট লাইক করেছেন। বইছে কমেন্টের ঝড়ও। দুষ্টুমি করলেও আদর, ভালবাসায় অনেকেই ভরিয়ে দিয়েছেন তাকে। কেউ কেউ আবার ওই খুদেকে চাক্ষুস দেখার ইচ্ছাপ্রকাশও করেছেন।

[আরও পড়ুন: স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্ত্রী, জুটল বর্বরোচিত শাস্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার