shono
Advertisement

Breaking News

‘ইমরানের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন পাকিস্তানের প্রধান বিচারপতি!’ বিস্ফোরক নওয়াজ শরিফ

বেশ কিছুদিন হয়ে গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী রয়েছেন গারদের ওপারে।
Posted: 02:55 PM Aug 24, 2023Updated: 02:55 PM Aug 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) প্রতি পক্ষপাতদুষ্ট সেদেশের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল। আর তাই তোষাখানা মামলায় ইমরানের বিচারে গলদ বের করার চেষ্টা করছেন তিনি। এমনই অভিযোগ করলেন পাকিস্তানের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রয়োজনের থেকে বেশি ‘ছাড়’ দিচ্ছে বিচার বিভাগ, এই অভিযোগ কয়েক মাস পুরনো। ফের সেই অভিযোগেই সরব হলেন নওয়াজ।

Advertisement

গতকাল, বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, তোষাখানা মামলার বিচারে অনেক ‘অপূর্ণতা’ ছিল। এই মন্তব্যের বিরোধিতা করে নওয়াজ শরিফ বলেছিলেন, ”প্রধান বিচারপতি ভালই জানেন ওই ব্যক্তি (ইমরান) পাকিস্তানের আর্থিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের জন্য দায়ী। উনি সংবিধানকে বারবার অবমাননা করে হিংসা ছড়িয়েছেন।”

[আরও পড়ুন: হাতে চাঁদ পেল ভারত, ১৪০ কোটির স্বপ্ন নিয়ে চন্দ্রপৃষ্ঠে ইসরোর ‘বিক্রম’]

এদিকে সমস্যা ক্রমেই বাড়ছে ইমরান খানের। বেশ কিছুদিন হয়ে গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী রয়েছেন গারদের ওপারে। গত ৫ আগস্ট ইসলামাবাদের এক আদালত তাঁকে ৩ বছরের সাজা শুনিয়েছে। এরপরই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। সম্প্রতি ৬টি মামলায় তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে এক জেলা ও দায়রা আদালত। ইমরান আইনজীবীদের কাছে জানিয়েছেন, তাঁকে যে সেলে রাখা হয়েছে সেখানে দিনে মাছি ভনভন করছে, রাতে পোকামাকড় বেরচ্ছে।

[আরও পড়ুন: ‘স্বপ্নের ভারত গড়তে প্রতিটা ভোট দামী’, নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ হয়েই বললেন শচীন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement