সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকিংয়ের শিকার এনসিপি সাংসদ তথা শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে! রবিবার এমনই গুরুতর অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় বার্তা দিলেন তিনি। জানালেন তাঁকে যেন কেউ কোনও রকম গুরুত্বপূর্ণ মেসেজ বা ফোন কল না করেন। ইতিমধ্যেই গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন শরদ কন্যা।
রবিবার এই বিষয়ে এক্স হ্যান্ডেলে সুপ্রিয়া লেখেন, আমার ফোন আমার কাছে রয়েছে ঠিকই তবে তার নিয়ন্ত্রণ আমার কাছে নেই অন্য কেউ চালাচ্ছে। আমি আমার হোয়াটস অ্যাপ খুলতে গিয়ে বিষয়টি প্রথম বুঝতে পারি। আমার ফোন বন্ধ থাকা সত্ত্বেও ফোন থেকে মেসেজ চলে যাচ্ছে দলের কর্মীদের কাছে। এমনকী আমার নাম করে নানা নির্দেশ যাচ্ছে। একইসঙ্গে লেখেন আমি বুঝতে পারছি না আমার নম্বর ব্যবহার করে কে এমনটা করছে। তবে গোটা ঘটনায় সরাসরি বিজেপি সরকারের দিকে আঙুল না তুললেও সন্দেহ প্রকাশ করেছেন এনসিপি নেত্রী।
[আরও পড়ুন: হিন্ডেনবার্গের নয়া রিপোর্ট, মোদিকে দুষে সংসদীয় কমিটির তদন্ত দাবি খাড়গের]
সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, 'আমার ফোন হ্যাকিংয়ের শিকার হওয়ার ঘটনা অবশ্য এই প্রথমবার নয়। তবে দিনে দিনে মহারাষ্ট্রে এই ঘটনা সত্যি গুরুতর আকার নিচ্ছে।' মজার ছলে তিনি বলেন, 'এমনিতে আমার ফোনে লুকনোর মতো কিছু নেই। তবে চিন্তার বিষয় আমার স্বামীর কাছে কেউ না আবার ভুলভাল কিছু লিখে পাঠায়।' এর পর সরাসরি তিনি বলেন, 'আমাদের কাছ থেকে প্রথমে আমাদের দল কেড়ে নেওয়া হয়েছে, এর পর দলের প্রতীক। তবে কোনও কিছু করে আমাদের ভোট ওরা কেড়ে নিতে পারবে না।'
[আরও পড়ুন: ‘আয় নয়, আত্মহত্যাই দ্বিগুণ হয়েছে’, কৃষক অস্ত্রে শান দিয়ে মোদিকে তোপ পওয়ারের]
উল্লেখ্য, চলতি বছর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী দুপক্ষই। নির্বাচনের প্রাক্কালে নাম না নিলেও এই ফোন হ্যাকিংয়ের ঘটনায় যে বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সুপ্রিয়া সুলে তা স্পষ্ট।