shono
Advertisement

‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে চলার বার্তা সোনিয়ার, আসন সমঝোতার ভার সমন্বয় কমিটিকেই ছাড়ল কংগ্রেস

সব রাজ্য থেকে রিপোর্ট আসার পরই আসনরফা নিয়ে অবস্থান জানাবে কংগ্রেস।
Posted: 09:40 PM Sep 16, 2023Updated: 09:52 PM Sep 16, 2023

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বিজেপির অলিখিত মিত্র চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএসকে তেলেঙ্গানায় পরাজিত করতেই হবে। দেশজুড়ে এরকম অনেক দল আছে যারা বাইরে থেকে বিজেপিকে সাহায্য করে। তাঁদের সবাইকে লোকসভা নির্বাচনে হারাতে প্রস্তত ইন্ডিয়া (INDIA) জোট। কংগ্রেস কর্মসমিতির বৈঠকে এমনটাই জানালেন মল্লিকার্জুন খাড়গে। তবে ইন্ডিয়া জোট নিয়ে পরের কর্মসমিতির বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান।

Advertisement

কিন্তু জোট এগিয়ে নিয়ে যেতে কংগ্রেসকে অগ্রণী ভূমিকা নেওয়ার পাশাপাশি সব রাজ্যেই শরিকদের সঙ্গে জোট প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করার বার্তাও দেন তিনি বলে সূত্রের খবর। বৈঠকে সোনিয়া গান্ধীও (Sonia Gandhi) ইন্ডিয়া জোটের প্রয়োজনীতার উপর জোর দেন। প্রতিটি রাজ্য থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট এলেই পরের বৈঠকে আলোচনা করে রাজ্যভিত্তিক দলের অবস্থান চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। এদিন মূলত ভোটমূখী পাঁচ রাজে্যর রণকৌশল ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ! বড় ধাক্কা খেল বাবর আজমের পাকিস্তান]

দলের কর্মসমিতির সদস্য ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম জানান, দলের অভ্যন্তরে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা হলেও জোটের ১৪ জনের সমন্বয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

[আরও পড়ুন: মেগা ফাইনালের আগে দুর্ঘটনা থেকে বাঁচলেন বিরাট! দেখুন ভাইরাল ভিডিও]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জমানায় দেশের সংবিধান আক্রান্ত। আক্রান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামো। বিরোধীদের হাতে থাকা রাজ্য সরকারকে প্রতিটি পদক্ষেপে বাধা দেওয়ার প্রবণতা বাড়ছে। এমনকী, হিমাচল প্রদেশের বিপর্যয় সম্পর্কে গোটা দেশের মানুষ অবহিত। অথচ এতবড়ো বিপর্যয়ের পরেও আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করেনি। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কারণে অকারণে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বিভিন্নভাবে বিরোধী নেতৃত্বকে হেনস্তা করতেই তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে মোদি সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement