সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজের তোয়াক্কা তিনি কোনওদিনই করেননি। আটের দশকেই সিঙ্গল মাদার হয়েছিলেন। একাই কন্যা মাসাবাকে মানুষ করেছেন। ‘ফালতু’ নারীবাদে একেবারেই বিশ্বাস করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অনুভবের কথা তুলে ধরলেন অভিনেত্রী নীনা গুপ্তা। জানালেন, তিনি মনে করেন মেয়েরা কখনওই ছেলেদের সমান নয়।
সাক্ষাৎকারে নীনাকে বলতে শোনা গিয়েছে, “আমি স্পষ্টভাবেই বলতে চাই ফালতু নারীবাদ কিংবা মেয়েরা ছেলেদের সমান এই মতবাদে বিশ্বাস করার কোনও প্রয়োজন নেই। তার বদলে কাজে মন দিন আর নিজেকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার চেষ্টা করতে থাকুন। আপনি যদি হাউস ওয়াইফও হন তাহলে সেই কাজকে ছোট করে দেখার কোনও কারণ নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন আর আত্মবিশ্বাস বাড়ান।”
[আরও পড়ুন: পান খাওয়া ঠোঁট, কাজল কালো চোখে লাস্যময়ী সোহিনী, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]
এর পরই আবার তিনি বলেন, “ছেলেরা আর মেয়েরা কখনওই সমান নয়। যেদিন থেকে ওরা অন্তঃসত্ত্বা হতে পারবে, সেদিন থেকে আমরা সমান হব।” নীনা জানান, এক মহিলা হিসেবে একা তিনি ভোররাতে বেরিয়ে ফ্লাইট ধরতে পারেননি। বাড়ি থেকে বেরতেই কিছু লোক নাকি অভিনেত্রীর পিছু নিয়েছিলেন। ভয়ে তিনি বাড়ির ভিতরে ঢুকে যান। পরদিন এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে একই সময়ের ফ্লাইট ধরেন।
তাই বর্ষীয়ান অভিনেত্রী মনে করেন, এখনও মহিলাদের সুরক্ষার জন্য পুরুষদের প্রয়োজন হয়। আর এমন কিছু কারণের জন্যই তাঁর ‘ফালতু’ ফেমিনিজমে বিশ্বাস নেই। চলতি বছরে নীনাকে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’, ‘লাস্ট স্টোরিজ ২’, ‘ইশক এ নাদান’ সিনেমায় দেখা গিয়েছে। ‘চার্লি চোপড়া’ সিরিজেও ছিলেন তিনি। আগামীতে ডিজনি প্লাস হটস্টারের ‘১০০০ বেবিজ’-এ দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রীকে।