সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের টক শো যেন গুঞ্জনের আঁতুর ঘর। করণের তেঁতো প্রশ্ন আর কফির চুমুকে টুক করে বেরিয়ে আসে বলিউডের অন্দরের কথা। করণের প্রশ্নের এমনই দাপট যে বলি সেলেবরা এদিক-ওদিক না ভেবে ঝটপট ঝুলি খালি করে দেয়! ঠিক যেমন করলেন নীতু সিং।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি ‘কফি উইথ করণে’ হাজির হয়েছিলেন নীতু সিং ও জিনত আমন। বলিউডের এই দুই তারকাকে নিয়ে নিজের ঢঙে আড্ডা দিচ্ছিলেন করণ। ঠিক সেখানেই করণের প্রশ্নে মনের গোপন কথা শেয়ার করে বসলেন ঋষি কাপুরের স্ত্রী তথা অভিনেত্রী নীতু সিং। নীতু স্পষ্ট জানান, ”ঋষি কাপুরের সঙ্গে প্রেম থাকলেও, প্রথম থেকেই শশী কাপুরের উপর একটা ভালোবাসা ছিল আমার। খুবই পছন্দ করতাম। তার পর যখন বিয়ে করে কাপুর ফ্যামিলিতে আসি। সেই ভালোলাগাটা কিন্তু থেকে গিয়েছিল। আমার ক্রাশ ছিল শশীজি!”
সম্পর্কে শশী কাপুর হলেন নীতুর কাকা শশ্বুর। তবে এক সময় বহু ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা। শশী-নীতুর রোমান্স এক সময় হিট ছিল সিনেপর্দায়। তবে কাপুর ফ্যামিলি বিয়ে হওয়ার পর স্বামী ঋষি কাপুরের মতো শশী কাপুরকে কাকা হিসেবেই সম্মান করতেন নীতু। সেটাও জানালেন করণের শোয়ে।
[আরও পড়ুন: পুরোহিতের মেয়ে নমাজের পর বিরিয়ানি রাঁধছে! আইনি বিপাকে ‘জওয়ান গার্ল’ নয়নতারা]
নীতু সিংয়ের মুখে একথা শুনে রীতিমতো হতবাক হন করণ। পরে অবশ্য তিনিও মেনে নেন, এক সময় বলিউডের হ্যান্ডসাম নায়ক বলতে শশী কাপুর ছিলেন নাম্বার ওয়ান। তবে শুধু নীতু সিংই নয়, করণের সামনে শশী কাপুরের প্রতি দুর্বলতার কথা স্বীকার করেন জিনত আমনও।