shono
Advertisement

ভারতের বাঁধে নেপালে বন্যা! নদী রাজনীতিতে প্রতিবেশীকে দুষছে হিমালয়ের দেশ

চলতি মরশুমে বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত নেপাল৷ The post ভারতের বাঁধে নেপালে বন্যা! নদী রাজনীতিতে প্রতিবেশীকে দুষছে হিমালয়ের দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Jul 16, 2019Updated: 05:14 PM Jul 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারণ যদি হয় নদী রাজনীতি, তবে তার সবচেয়ে প্রভাবশালী ফলাফল অবশ্যই বন্যা৷ চলতি বর্ষার মরশুমে উত্তরবঙ্গ ভাসছে, অসমে বন্যা৷ প্লাবিত হিমালয়ের পাদদেশের নেপালও৷ আর এই নেপালই অভিযোগ তুলছে, তারা পুরোপুরি নদী রাজনীতির শিকার৷ নইলে অমন পাহাড়ি এলাকায় জল জমে বন্যা হওয়ার কথা নয়৷

Advertisement

[আরও পড়ুন: বর্ণবিদ্বেষী টুইটে বিবাদে জড়ালেন ট্রাম্প, সমালোচনার ঝড় মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে]

আসলে রাজনীতি এবং আগ্রাসন বরাবার হাত ধরাধরি থাকে৷ উন্নয়নের স্বার্থে প্রকৃতি নিয়ে রাজনীতি করতেও কসুর করেন না রাষ্ট্রনেতারা৷ প্রতিবেশী কয়েকটি দেশ – ভারত, বাংলাদেশ, নেপাল, চিন সকলের মধ্যে নানারকম রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি সম্প্রতি নদীর জলও একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে৷ সীমান্ত এলাকাগুলিতে নদীর জলবণ্টন নিয়ে কখনওই ভারত-বাংলাদেশ-নেপাল-চিনের সম্পর্ক সুবিধের নয়৷ ঠিক এই জায়গায় এসেই দ্বিপাক্ষিক সম্পর্কগুলিতে তিক্ততার ছোঁয়া লাগে৷ বিশেষত বর্ষার মরশুমে৷ চলতি বছর নেপালের বন্যা যেন সেই তিক্ততাকে আরও উসকে দিল৷  

নেপালের অবস্থান হিমালয়ের একেবারে পাদদেশে৷ হিমালয়ই বেশিরভাগ নদীগুলির উৎস৷ নদীর চরিত্র অনুযায়ী, পাহাড় থেকে সমতলে নেমে আসে৷ নেপাল পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে বৃষ্টির জল বা নদীর জল কোনওটাই জমে থাকার সুযোগ নেই৷ তাই প্লাবনেরও আশঙ্কা থাকার কথা নয়৷ অথচ এবছর নেপালে বন্যা৷ কারণ কী? নেপাল সরকারের অভিযোগ, ভারত সীমান্তের বহু জায়গায় নদীর গতি রুখতে বাঁধ দেওয়া হয়েছে৷ ফলে জল জমে যাচ্ছে নেপালের দিকে৷ বর্ষার মরশুমে বৃষ্টির সঙ্গে নদীর জল মিলিত হয়ে জলস্তর বাড়ছে, প্লাবন দেখা দিচ্ছে৷ অর্থাৎ ভারতের বাঁধ নেপালে বন্যার জন্য প্রত্যক্ষভাবে দায়ী বলে অভিযোগ৷ একই অভিযোগ আবার ভারতের তরফেও ওঠে৷

[আরও পড়ুন: তাড়িয়ে বেড়াচ্ছে বালাকোট আতঙ্ক, এখনও নিরাপত্তায় গলদ খুঁজছে পাকিস্তান]

১৯৫৪ এবং ১৯৫৯ সালে কোশী এবং গণ্ডক নদীতে বাঁধ নির্মাণ নিয়ে ভারত-নেপালের চুক্তি হয়েছে৷ তবে তা নিয়ে বিতর্ক আছে৷ নেপালের অভিযোগ, চুক্তি বাস্তবায়নের পর দেখা গিয়েছে, এই বাঁধ নির্মাণে নেপাল সীমান্তের মানুষজনের কোনও সুবিধা হয়নি৷ পুরোটাই ভারতের লাভ৷ উলটোদিকে, ভারতও অভিযোগ তোলে, বর্ষার মরশুমে কোশী নদীর লকগেটগুলি খুলে দেয় নেপাল৷ তাতে ভেসে যায় বিহার৷ তাই কোশীর কপালে ‘বিহারের দুঃখ’ অপবাদও জুটেছে৷ কিন্তু শুধুই কি কোশী, গণ্ডকের বাঁধ নেপালে বন্যার কারণ? পরিবেশবিদরা অন্য কথা বলছেন৷ তাঁদের কথায়, নেপাল পাহাড়ি অঞ্চল বলে গর্ব করলেও, নিজেরা সেই পরিবেশ ধরে রাখতে পারেনি৷ পাহাড় কেটে, জঙ্গল কেটে উন্নয়নের নামে বাড়ি, রাস্তাঘাট তৈরি করেছে৷ তাতেই পাহাড়ের জমি থেকে শিকড় আলগা হয়েছে৷ সেটা বন্যার একটা বড় কারণ৷

যুক্তি, প্রতিযুক্তি যতই থাক, নদী রাজনীতিকে শুধুমাত্র দুষলেই হবে না৷ যে কোনও প্রাকৃতিক বিষয় থেকে বাঁচতে পরিবেশ রক্ষাই একমাত্র স্থায়ী উপায়৷ যা কোনও একটি দেশের হাতে নয়, পৃথিবীর প্রতিটি দেশেরই সেই দায়িত্ব আছে৷ দায়িত্বপালনের দায়ও আছে৷  

The post ভারতের বাঁধে নেপালে বন্যা! নদী রাজনীতিতে প্রতিবেশীকে দুষছে হিমালয়ের দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement