shono
Advertisement

মাঝরাতে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-কলকাতা

ভূমিকম্পের উৎস ছিল নেপাল।
Posted: 08:11 AM Nov 04, 2023Updated: 08:11 AM Nov 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, দিল্লি, পাটনা, লখনউ-সহ গোটা পূর্ব ও উত্তর ভারত। রাত ১১টা ৩২ মিনিট নাগাদ ভূমিকম্পটি ঘটে। উৎস ছিল নেপাল।

Advertisement

জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের উৎসস্থল নেপালের ধীমু এলাকায় মাটির ১০ কিলোমিটার নিচে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কয়েক সেকেন্ড মৃদু কম্পন অনুভূত হলেও দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশে প্রায় ৪ মিনিট প্রবল কম্পন অনুভূত হয়। আতঙ্কে রাস্তাঘাটে নেমে আসেন বহুতলের বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

[আরও পড়ুন: এযুগের দানবীর কর্ণ! দিনে সাড়ে পাঁচ কোটি টাকা দান করেন এই ধনকুবের]

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জাানিয়েছে, নেপালের কাঠমাণ্ডুর কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মাটির গভীরে ছিল কম্পনের কেন্দ্র। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। কম্পনের ফলে রাতেই আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে চলে আসে মানুষ। অনেকেরই দাবি, একের বেশিবার কম্পন হয়েছে। যদিও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তরফে তেমন কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন: এথিক্স কমিটিতে ঝুলে মহুয়ার ভাগ্য, ‘দোষী’ সাব্যস্ত হলে খোয়াবেন সাংসদ পদ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement