shono
Advertisement

খারাপ আবহাওয়ার জের, মানস সরোবরের পথে নেপালে আটকে বহু যাত্রী

খারাপ আবহাওয়ার জেরে গত মাসেও আটকে পড়েন বেশ কয়েকজন৷ The post খারাপ আবহাওয়ার জের, মানস সরোবরের পথে নেপালে আটকে বহু যাত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:24 PM Aug 08, 2018Updated: 06:54 PM Aug 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ আবহাওয়ার জেরেউত্তর নেপালের সিমিকোটে আটকে পুণ্যার্থীরা৷ মঙ্গলবার সকাল থেকেই আবারও শুরু হয় ঝড়বৃষ্টি৷ পাহাড়ে ধসের আতঙ্কে আটকে দেওয়া হয় পুণ্যার্থীদের৷ আতঙ্কিত মানস সরোবর যাত্রীরা৷  দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মানস সরোবর যাত্রীদের পরিজনরা৷  

Advertisement

[কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার খুনে যাবজ্জীবন সাজার নির্দেশ মার্কিন আদালতের]

কৈলাস মানস সরোবর যাত্রার দু’টি পৃথক রুট রয়েছে। একটি নাথু লা রুট, যা সিকিম হয়ে যায়। অন্যটি লিপুলেখ পাস রুট, যা উত্তরাখণ্ড দিয়ে যেতে হয়। কিন্তু কিছুদিন আগেই ডোকলামের ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে টানা ৭৩ দিনের সংঘর্ষের জেরে নাথু লা রুট বন্ধ করে দিয়েছিল চিন। ফলে গতবছর মানস সরোবরে যেতে পারেননি পর্যটকরা। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে চিনা প্রশাসনিক কর্তাদের কথোপকথনে বরফ গলে। চলতি বছরে ফের নাথু লা রুট খোলা হয়। জুন মাসের আট তারিখ থেকে চলতি বছরের যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ব্যাচ যাত্রা শুরু করে। ৮ সেপ্টেম্বর শেষ হবে মানস সরোবর যাত্রা৷ প্রায় কয়েক লক্ষ পুণ্যার্থী মানস সরোবর যান৷ কিন্তু রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে৷ শুরু হয় ঝড়বৃষ্টি৷ তার জেরে সিমিকোটে আটকে পড়েন অন্তত ২০০ জন পুণ্যার্থী৷ হিলসাতেও আটকে যান অনেকেই৷ সোমবার একই আবহাওয়া ছিল সিমিকোটের৷ বাধ্য হয়ে অস্থায়ী তাঁবুতেই থাকতে হয় পুণ্যার্থীদের৷ সিমিকোট, নেপালগঞ্জে বিমান পরিষেবা স্তব্ধ হয়ে যায়৷ ভোগান্তির শিকার হন পুণ্যার্থীরা৷ বুধবার সকালেও আবহাওয়া রয়েছে একইরকম৷ আবহাওয়া ভাল থাকলে বৃহস্পতিবার পুণ্যার্থীদের গন্তব্যে পাঠানোর কাজ শুরু হবে৷

[এক গানেই মাত নেটিজেনরা, কী করলেন পাকিস্তানের যুবক?]

গত মাসে নেপালের হিমালয়ান জেলাতেও একই ঘটনা ঘটে৷ টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি শুরু হয় ওই এলাকায়৷ অন্তত ১৫০০ ভারতীয় পুণ্যার্থী ওই এলাকায় আটকে পড়েন৷ আবহাওয়ার উন্নতি হওয়ার পরই ভারতীয় দূতাবাসের তরফে পুণ্যার্থীদের উদ্ধার করে কাঠমাণ্ডু পাঠানো হয়৷

The post খারাপ আবহাওয়ার জের, মানস সরোবরের পথে নেপালে আটকে বহু যাত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement