shono
Advertisement

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ IPL খেলা ক্রিকেটারের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

নাবালিকার বাবা-মা অভিযোগ দায়ের করেছে ক্রিকেটারের বিরুদ্ধে।
Posted: 01:04 PM Sep 07, 2022Updated: 01:48 PM Sep 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল নেপালের (Nepal) জাতীয় দলের অধিনায়ক সন্দীপ লামিচানের (Sandeep Lamichhane) বিরুদ্ধে। আইপিএলে (IPL) দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) খেলার সূত্রে ভারতেও পরিচিত নাম লামিচানে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে কাঠমাণ্ডু পুলিশ (Nepal Police)।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে সন্দীপ লামিচানের বিরুদ্ধে। ওই কিশোরীর বাবা-মা স্থানীয় থানায় অভিযোগ করে জানিয়েছেন, কাঠমাণ্ডুর (Kathmandu) কাছে একটি এলাকায় নাবালিকাকে ধর্ষণ করেন নেপালের জাতীয় দলের অধিনায়ক। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত তারকা ক্রিকেটারের প্রতিক্রিয়া মেলেনি। নেপাল পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তাও বিস্তারিত জানা যায়নি। উল্লেখ্য, বর্তমানে দেশের বাইরে ক্যারেবিয়ান ক্রিকেট প্রিমিয়ার লিগ (Caribbean Premier League) খেলতে ব্যস্ত তিনি।

[আরও পড়ুন: ফের রাহুলই কংগ্রেস সভাপতি? নেতাকে পদে ফেরাতে কৌশল গান্ধী-ঘনিষ্ঠদের]

কাঠমাণ্ডুর এক শীর্ষ পুলিশ আধিকারিক ভারত বাহাদুর বোহোর জানিয়েছেন, বুধবার গৌশালা এলাকায় ক্রিকেটারের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ পাওয়া মাত্র গুরুত্ব সহকার ঘটনার তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: চার অর্থবর্ষে রাজ্যের দেনা কমেছে ৩ শতাংশ! ঋণের বোঝা কমিয়ে ভারতসেরা বাংলা]

প্রসঙ্গত, ২০১৬ সালে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হন সন্দীপ লামিচানে। পরে ২০১৮ সালে বড়দের দলে সুযোগ পান। একই বছরে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে নেওয়া হয় তাঁকে। লামিচানে নেপালের একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে খেলেছেন। ২০১৮ ও ২০১৯ দুই মরসুমে দিল্লির হয়ে আইপিএল খেলেন লামিচানে। প্রথম বছর তিন ম্যাচ খেলেন, পরের বছর ছ’টি ম্যাচে সুযোগ পান। দুই মরসুম মিলিয়ে মোট ১২টি উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার। ২০২০ সালে তাঁকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস।

২০২১ সালে নেপাল জাতীয় দলের অধিনায়ক হন লামিচানে। এই লেগ স্পিনার আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ছাড়াও বিশ্বের বহু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। নেপালের টি২০ লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে (Everest Premier Ligue) ২০২১ সালে কাঠামাণ্ডু একাদশের (Kathmandu XI) অধিনায়ক ছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement