shono
Advertisement

নগ্ন ছবি পোস্ট করেই আর্ট গ্যালারি ভাঙচুরের প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায়

যে কোনও শিল্পীর আঁকা ছবি বা কোনও মন্দিরগাত্রের ভাস্কর্য দেওয়ার সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হচ্ছে #Protestagainstvandalism৷ The post নগ্ন ছবি পোস্ট করেই আর্ট গ্যালারি ভাঙচুরের প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 02:08 AM Dec 12, 2016Updated: 08:38 PM Dec 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা ইস্যুতে সরব হওয়ার জন্য নেটিজেনরা বেছে নেন সোশ্যাল মিডিয়াকেই৷ নারী নির্যাতন থেকে শুরু করে বধূহত্যা- যে কোনও ঘটনায় প্রতিবাদের মাধ্যম হিসেবে ভারচুয়াল দুনিয়ার শক্তি ইতিমধ্যেই প্রমাণিত৷ এবার জয়পুরে আর্ট গ্যালারি ভাঙচুরের প্রতিবাদ করতে সেই সোশ্যাল মিডিয়াকেই বেছে নেওয়া হল৷ নগ্ন ছবি পোস্ট করেই ঘটনার বিরুদ্ধে সরব অসংখ্য মানুষ৷

Advertisement

ন্যুড বা সেমি ন্যুড পেইন্টিং থাকার প্রতিবাদে রাষ্ট্রীয় হিন্দু একতা মঞ্চের সদস্যরা ভাঙচুর চালায় জয়পুরের এক গ্যালারিতে৷ হেনস্তা করা হয় শিল্পীকেও৷ ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ দেখা যায় বহু মানুষের মধ্যে৷ খাজুরাহোর দেশে, বাৎসায়নের

দেশে যে এই ছুৎমার্গ কাম্য নয় এমন মতের আনাগোনা ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়৷ এরপরই প্রতিবাদের এক অভিনব পন্থা বেছে নেন নেটিজেনরা৷ অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পোস্ট করছেন নগ্ন ছবি৷ যে কোনও শিল্পীর আঁকা ছবি বা কোনও মন্দিরগাত্রের ভাস্কর্য দেওয়ার সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হচ্ছে #Protestagainstvandalism৷ এই হ্যাশ ট্যাগেই এখন জয়পুরের ঘটনার প্রতিবাদে সামিল দেশবাসী৷

শিল্পের উপর এই আঘাত অবশ্য নতুন নয়৷ মকবুল ফিদা হোসেন থেকে শুরু করে আমির খানের পিকে-আক্রমণের ইতিহাস বেশ দীর্ঘ৷ তাতেই নয়া সংযোজন জয়পুর৷ তবে এবার সোশ্যাল মিডিয়ার এই প্রতিবাদ দেশের আর একটি মুখকেও তুলে ধরল৷ ভাঙচুরের সংস্কৃতি যে এ দেশের নয়, বরং শিল্পকে শিল্পের চোখে দেখাই যে দেশের ঐতিহ্য- তাইই যেন আরও একবার তুলে ধরল ভারচুয়াল দুনিয়া৷ রাজনীতি বহির্ভুত এই প্রতিবাদী মঞ্চ আশার আলো হয়ে উঠেছে এনেকের কাছেই৷ দল-মত নির্বিশেষে যে কোনও ঘটনায় সরব হওয়ার যে নাগরিক পরিসরটি গণতান্ত্রিক পরিবেশে একান্ত কাম্য, অথচ বাস্তবে যেটির অভাব ছিল চোখে পড়ার মতো, তারই যেন পরিপূরক হয়ে উঠেছে এই ভারচুয়াল দুনিয়া৷




The post নগ্ন ছবি পোস্ট করেই আর্ট গ্যালারি ভাঙচুরের প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement