সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নেটিজেনদের একাংশের হাসির খোরাক বাংলা সিরিয়ালের দৃশ্য। এবার নিশানায় স্টার জলসার ‘মাধবীলতা’ ধারাবাহিক (Madhabilata Serial )। ধারাবাহিকের একটি দৃশ্যে নায়িকা মাধবীলতা পদার্থবিদ্যায় ১০০ নম্বরের মধ্যে ৯৮ পাওয়ার কারণ জানিয়েছে। তা কেন্দ্র করেই হাসির রোল উঠেছে।
চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হয়েছে মাধবীলতা সিরিয়াল। নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন ‘জীবন সাথী’ খ্যাত শ্রাবণী ভুঁইয়া। নায়ক সবুজের ভূমিকায় অভিনয় করেছেন সুস্মিত। জঙ্গলের প্রেক্ষাপটে সাজানো হয়েছে গোটা গল্প। গ্রামের প্রভাবশালী ব্যক্তি পুষ্পরঞ্জন চৌধুরী এলাকার জঙ্গল কেটে চোরাচালান করে। অন্যদিকে গ্রামের অনুষ্ঠানে বৃক্ষরোপণ করে। তার ছেলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ছবি তুলতে গিয়ে তাঁর নজরে আসে মাধবীলতার লড়াই। এখন পুষ্পরঞ্জনের ছেলের বাড়িতেই বউমা হিসেবে রয়েছে মাধবীলতা। সেখানেই সে নিজের পড়াশোনার কথা জানায়।
[আরও পড়ুন: বিয়ের আগে হবু স্ত্রী জয়াকে বিশেষ একটি শর্ত দিয়েছিলেন অমিতাভ বচ্চন, জানেন কী? ]
যে দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে মাধবীলতা নিজের পড়াশোনার কথা জানাতে গিয়ে বলে, “প্রত্যন্ত গ্রামে জন্মাইছি বলে কি আমরা অশিক্ষিত? আমি পদার্থবিদ্যায় ৯৮ পাইছি ১০০-র মধ্যে।” মাধবীলতার মুখে একথা শুনে অবাক হয় নায়ক সবুজ। তবে মাধবীলতা থামে না। সে আবারও বলে, “আর ২ নম্বর পায়নি কেন জানেন? যে কলমটা দিয়ে পরীক্ষায় লিখছিলাম সে কলমটার কালি ফুরায়ে গিয়েছিল। একটার বেশি দুইটা কলম কেনার পয়সা ছিল না। শেষ প্রশ্নের উত্তর আমি লিখতে পারি নাই। আমি সবার কাছে কলমটা চাইছি, কিন্তু কেউ আমায় দেয়নি। আমার দুইটা নাম্বার কাটা গেছে। ওই কলমটা দিয়ে কত ঘষেছি, কত ঘষেছি কিন্তু লিখতে পারি নাই।”
মাধবীলতার মুখের এই কথাতেই ব্যঙ্গ, বিদ্রুপের পালা শুরু হয়ে যায়। কেউ লিখেছেন, “পদার্থবিদ্যায় এত ভাল হইয়াও এইটুকু বুদ্ধি নাই যে কলমের কালি ফুরাইয়া গেলে শত, হাজারবার ঘষিলেও কালি পরিবে না।” কেউ আবার মন্তব্য করেছেন, “আমি সব কলম দিয়ে দিতুম। তবুও কেও ২ নম্বরও দেখায় নাই। কত বলেছি এ ভাই একটু দেখা, তবুও কেও দেখায় নাই। তাই আর ৯৮ নম্বর পাইনাই।” “কালি শেষ হয়ে যাওয়ার পর সে আর কোন কলম পায়নি, কারণ বাকিরা অন্য কলম দিয়ে এই নাটকের স্ক্রিপ্ট লেখছিল”, এমন মন্তব্যও করা হয়েছে উপোরক্ত ভিডিওর কমেন্টবক্সে।