shono
Advertisement

Breaking News

এই শারীরিক সমস্যাগুলি এড়িয়ে যাবেন না, হতে পারে বড় বিপদ

পরামর্শ নিন চিকিৎসকের৷ The post এই শারীরিক সমস্যাগুলি এড়িয়ে যাবেন না, হতে পারে বড় বিপদ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:51 PM Aug 20, 2018Updated: 07:21 PM Aug 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচণ্ড অসুস্থতায় বিছানা হয়তো নেননি৷ কিন্তু কখনও মাথা যন্ত্রণা,কখনও পায়ে ব্যথা, আবার কখনও বুকে চিনচিনে ব্যথায় ভোগেন৷ কিন্তু ১০টা – ৫ টার অফিস। বাড়ির কাজ সামলে চিকিৎসকের কাছে যাওয়া হয় না৷ এই অসুস্থতায় তেমন কিছু হবে না ভেবেই দিব্যি নিশ্চিন্তে থাকাই অভ্যাস আমাদের৷ কিন্তু জানেন কি, এই অভ্যাসই বড়সড় বিপদ ডেকে আনতে পারে আপনার৷ অবহেলা করলে হতে পারে মৃত্যুও৷ তাই দেরি না করে এই সমস্যাগুলি দেখা দিলে কথা বলুন চিকিৎসকদের সঙ্গে৷

Advertisement

[জানেন, কোন কোন যোগাভ্যাসে দূরে থাকবে টেনশন?]

মাথা যন্ত্রণা: মাঝে মাঝে মাথা যন্ত্রণা হলে, তা এড়িয়ে যাবেন না৷ মনে রাখবেন, মাথা যন্ত্রণাই আপনার বড়সড় বিপদ ডেকে আনতে পারে৷ হতে পারে ব্রেন টিউমার৷ এমনকী ব্রেন ক্যানসারের মত সমস্যাও৷ তাই অবহেলা না করে আজই যান চিকিৎসকের কাছে৷

[ভক্তি থাকুক মা মনসায়, ভরসা রাখুন সাপের বিষের নয়া দাওয়াইয়ে]

বুকে যন্ত্রণা: শুধু হৃদযন্ত্রের সমস্যার উপসর্গ যে বুকে যন্ত্রণা, তা কিন্তু নয়৷ রক্ত সঞ্চালন ঠিকমত না হলে বা ফুসফুসের সমস্যাতেও হতে পারে বুকে যন্ত্রণা৷ দুর্বলতা থেকেও বুকে চিনচিনে ব্যথা হতে পারে৷ তাই ভুলেও অবহেলা করবেন না কিন্তু!

চোখে ঝাপসা দেখা: মস্তিষ্কে ঠিক মতো অক্সিজেন সঞ্চালন না হলে দৃষ্টিহীনতার সমস্যা দেখা যায়৷ তাই চোখে ঝাপসা দেখলে দেরি না করে পরামর্শ নিন চিকিৎসকের৷

[ডায়াবেটিসে ভুগছেন? ঘরোয়া উপায়ে রইল রোগমুক্তির দাওয়াই]

শ্বাস নিতে সমস্যা: দু-একটা সিঁড়িতে উঠেই হাঁপিয়ে যাচ্ছেন বা কথা বললেও শ্বাস নিতে কষ্ট অনুভব করছেন? এই সমস্যাই কিন্তু আপনার জন্য ডেকে আনতে পারে বড়সড় বিপদ৷ হার্ট অ্যাটাকের মতো বড়সড় বিপদ থেকে মুক্তি পেতে আজই সমস্যা নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন৷  

[কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? আজই মেনু থেকে বাদ দিন এই খাবারগুলি]

ক্লান্তি: সব সময় যেন ঘুম-ঘুম ভাব৷ বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না৷ এই সমস্যাকে অবহেলা করবে না৷ এই ক্লান্তিই হতে পারে হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ৷ তাই চিকিৎসকের কাছে যেতে ভুলেও দেরি করবেন না কিন্তু৷

[অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহারে ক্ষতি হতে পারে আপনার বাচ্চার] 

ওজনের পরিবর্তন: খাওয়াদাওয়ার হয়তো সেভাবে পরিবর্তন হয়নি। তা সত্ত্বেও কি মোটা হয়ে যাচ্ছেন? কিংবা আচমকাই অনেকটা রোগা লাগছে নিজেকে? এই লক্ষণ দেখেন সাবধান হোন৷ থাইরয়েড, লিভারের সমস্যা এমনকী এটিই ক্যানসারের উপসর্গও হতে পারে৷ তাই আজই যান চিকিৎসকের কাছে৷

বমি: আচমকা বমিও কিন্তু বড়সড় কোনও রোগের আগাম পূর্বাভাস হতেই পারে৷ তাই অবহেলা করবেন না৷

[বাচ্চাদের খুব সাধারণ সমস্যা কোষ্ঠকাঠিন্য, জেনে নিন মুক্তির উপায়]

কাশি: রোজকার একঘেয়ে কাশি মানেই যে আপনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন এমন নয়৷ কিন্তু চিকিৎসকের সঙ্গে কথা বলে কিছু পরীক্ষানিরীক্ষা করাতে ক্ষতি কী? অবহেলা না করে বরং নিশ্চিত হয়ে নিন৷

[স্বাস্থ্যোজ্জ্বল চুল ধরে রাখতে চান? প্রতিদিনের ডায়েটে থাকুক এগুলি]

The post এই শারীরিক সমস্যাগুলি এড়িয়ে যাবেন না, হতে পারে বড় বিপদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement