shono
Advertisement
Yogi Adityanath

নতুন ভারতের নতুন উত্তরপ্রদেশ, ১ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন যোগী

প্রচুর কর্মসংস্থানের লক্ষ্যে জরুরি বৈঠক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।
Published By: Biswadip DeyPosted: 03:09 PM Dec 27, 2024Updated: 07:14 PM Dec 27, 2024

হেমন্ত মৈথিল, লখনউ: লক্ষ্য প্রচুর কর্মসংস্থান। সেই লক্ষ্যে জরুরি বৈঠক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক করলেন তিনি। আর সেখানেই প্রতিটি দপ্তরকে নির্দেশ দিলেন চাকরির সম্ভাবনা বৃদ্ধি করতে মজবুত পদক্ষেপ করার জন্য। জানিয়ে দিলেন, তাঁর লক্ষ্য ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি।

Advertisement

উল্লেখ্য, এই লক্ষ্যে পৌঁছতে ১০টি ক্ষেত্রকে আলাদা করে বেছে নেওয়া হয়েছে। যোগী নিজে এই সব কটি ক্ষেত্রের পর্যালোচনা করেন ৩ মাস অন্তর। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা তা করেন প্রতি মাসে। পাশাপাশি প্রশাসনিক প্রধানরা সবদিক খতিয়ে দেখেন ১৫ দিন অন্তর। প্রতিটি ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে কাজ করার কথাও জানিয়েছেন যোগী।

সেই সঙ্গেই এদিনের বৈঠকে যোগী জানিয়েছেন, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, নির্মাণ- এই ক্ষেত্রগুলিতেই সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আর তাই এগুলির দিকে বিশেষ নজর দেওয়া দরকার। সেই সঙ্গেই তাঁর বক্তব্যে উঠে আসে ২০২৫ সালের মহাকুম্ভের বিষয়টিও। আগামী বছরের ১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হবে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে কুম্ভের প্রস্তুতি দেখতে সঙ্গমে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেছিলেন, ''প্রয়াগরাজের ভূমিতে এক নতুন ইতিহাস রচিত হতে চলেছে। আগামী বছরের মহাকুম্ভ মেলায় দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয় এক নতুন উচ্চতা ছুঁতে চলেছে।'' মোদি বলেন, ৪৫ দিনের ‘মহাঅভিযান’ এক মহাযজ্ঞে পরিণত হবে। এদিন যোগী বলেন, মহাকুম্ভকে কেন্দ্র করেও কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও জ্ঞানের মতো বিষয়গুলিকে খেয়াল রাখা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লক্ষ্য প্রচুর কর্মসংস্থান। সেই লক্ষ্যে জরুরি বৈঠক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক করলেন তিনি।
  • আর সেখানেই প্রতিটি দপ্তরকে নির্দেশ দিলেন চাকরির সম্ভাবনা বৃদ্ধি করতে মজবুত পদক্ষেপ করার জন্য।
Advertisement